AAP-Congress: ‘চোরে চোরে মাসতুতো ভাই’, দুই দলকে নজিরবিহীন নিশানা সাংসদের

২০২৪-এর লোকসভা নির্বাচনের (Loksabha Vote 2024) জন্য হাত মেলাবে কি আপ-কংগ্রেস (AAP-Congress)? এই নিয়ে বারবার উঠে আসছে প্রশ্ন। এনডিএ ঝড় রুখতে ইতিমধ্যে ইন্ডিয়া জোট গঠন…

২০২৪-এর লোকসভা নির্বাচনের (Loksabha Vote 2024) জন্য হাত মেলাবে কি আপ-কংগ্রেস (AAP-Congress)? এই নিয়ে বারবার উঠে আসছে প্রশ্ন। এনডিএ ঝড় রুখতে ইতিমধ্যে ইন্ডিয়া জোট গঠন করেছে বেশ কিছু বিজেপি বিরোধী দল।

যদিও বেশ কিছু রাজ্যের শাসক দল একলা চলো নীতি নিয়েছে। যে কারণে কিছুটা হলেও ধাক্কা খেয়ে ইন্ডিয়া জোট। তবে দিল্লিতে আপ কংগ্রেস একজোট হয়ে আসন সমঝোতায় রাজি হবে কিনা সেই ছবি আজ শনিবারেই তা স্পষ্ট হয়ে যাবে। এরই মাঝে এই দুই দলকে ‘চোরে চোরে মাসতুতো ভাই’ তকমা দিলেন বিজেপি নেতা।

   

লোকসভা নির্বাচনে দিল্লি ও অন্যান্য রাজ্যে আপ ও কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি প্রসঙ্গে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari) বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “আপনারা নিশ্চয়ই ‘চোরে চোরে মাসতুতো ভাই’ কথাটা শুনেছেন। আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে সেটাই হচ্ছে। আপ কর্মীরা হতাশ কারণ যে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) কংগ্রেস নেতাদের জেলে ঢোকানোর কথা বলতেন এখন তিনিই এখন কংগ্রেসকে নিয়ে নাচানাচি করছেন।”

বিজেপি সাংসদ বলছেন, ‘অরবিন্দ কেজরিওয়াল এবং আপ কংগ্রেসকে তাদের ১৫ বছরের শাসন থেকে উৎখাত করেছিল এবং এখন কেজরিওয়াল রাহুল গান্ধীর সাথে মঞ্চ ভাগ করে নিচ্ছেন । বিজেপি ও নরেন্দ্র মোদী সবার হৃদয়ে বাস করেন। দিল্লির মানুষই সব সিদ্ধান্ত নেবেন, কারণ আজ এটা স্পষ্ট যে আপ এবং কংগ্রেসের শীর্ষ নেতারা এক ও অভিন্ন।’