Mamata on Dengue: টাকার দিকে না তাকিয়ে রোগী এলে ব্যবস্থা নিন

রাজ্যে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু (Dengue menace)। রাজ্যে ডেঙ্গুর উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে এবার সরব হল বিরোধীরা। বিজেপি আজ সোমবার বিধানসভায় (West Bengal State Assembly)…

রাজ্যে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু (Dengue menace)। রাজ্যে ডেঙ্গুর উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে এবার সরব হল বিরোধীরা। বিজেপি আজ সোমবার বিধানসভায় (West Bengal State Assembly) ডেঙ্গু নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু সেটি নাকচ করে দেন স্পিকার। এরপর ভিতরেই স্লোগান দেন বিজেপির বিধায়করা।

Advertisements

সোমবার বিধানসভায় সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) বলেন, “রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ৪ হাজার ৪০১ জন। নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বেশি। ডেঙ্গু আবার ট্রেন্ড, কোনও বছর কম হয়, কোনও বছর বেশি। আমরা জোর দিয়েছি, কিন্তু পঞ্চায়েতে এখনও বোর্ড গঠন হয়নি। ফলে কাজ করতে পারছে না, নিজের নিজের এলাকায় নজর রাখুন।

Advertisements

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিকে সতর্ক করেন। হুঁশিয়ারি দিইয়ে মুখ্যমন্ত্রী বলেন,”টাকার দিকে না তাকিয়ে রোগী এলে ব্যবস্থা নিন। কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করলে রেজিস্ট্রেশন বাতিল। বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলিকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড মোকাবিলার মতো ব্যবস্থা নেব।

জানা যাচ্ছে,রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তর সংখ্যা ৩ হাজার ৩৬৯। গত সপ্তাহে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫ জন। ১৯ জুলাই থেকে ২৬ জুলাই কলকাতা পুরসভা এলাকাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪০ জন। জেলাতেও প্রায় একই অবস্থা।