Kolkata: ‘দলদাস’ ইস্যুতে হাইকোর্টে স্বস্তি পেলেন মুখ্যসচিব

সমস্ত পুর নির্বাচন থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া হোক মুখ্যসচিবকে, এই আবেদনে জনস্বার্থ মামলা খারিজ করলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সম্প্রতি চিফ সেক্রেটারিকে সরানো হোক নির্বাচনী প্রক্রিয়া থেকে এই আবেদন জানানো হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কারণ ভবানীপুর উপ নির্বাচনের জন্য মুখ্য সচিব দলদাসের মতো আচরণ করছেন বলে জানায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ। সেই পর্যবেক্ষণ মাথায় রেখে এই আবেদন জানান আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। যদিও সেই মামলা খারিজ করে দিল হাইকোর্ট।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধাননগর পৌরনিগমে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আবেদন সংক্রান্ত মামলার নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মুখ্য নির্বাচন কমিশনার ও রাজ্যের প্রতিনিধিদের বৈঠক করে এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার নির্দেশ দেন । আর রাজ্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । রায়দানের পরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মুখ্যসচিবকে রাখা নিয়ে আপত্তি জানিয়েছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় । হাইকোর্টে দায়ের করা হয় মামলা।

   

২০২১ সালের উপ নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়াই করার সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ওই উপনির্বাচনের জন্য রাজ্যের মুখ্যসচিব নির্বাচন কমিশনকে চিঠি লেখেন ৷ বিতর্ক সৃষ্টি হয় তারপর । কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় আদালতে মামলা করেন মুখ্যসচিবের এই আচরণের বিরুদ্ধে । পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছিলেন, জনগণের টাকা খরচ করে একটি কেন্দ্র থেকে পরাজিত একজন প্রতিনিধিকে বিজয়ী করে আনার জন্য কেন ভোট করা হবে ?

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন