HomeWest BengalKolkata CitySSC: দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করল সিবিআই

SSC: দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করল সিবিআই

- Advertisement -

এসএসসি উপদেষ্টা কমিটির সদস্য এস পি সিনহাকে জিজ্ঞাসাবাদ করে রিপোর্ট জমা দিল সিবিআই। রিপোর্ট জমা দেন। এবং শান্তি প্রসাদকে জিজ্ঞাসাবাদ করার সম্বলিত রিপোর্ট পেশ করে সিবিআই।

এদিকে উপদেষ্টা কমিটির আহ্বায়ক অলোক কুমার সরকার, এসএসসির প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্যকে সন্ধ্যে ৬টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি এফআইআর-এর কপিও এদিন আদালতে জমা দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে।

   

এদিকে এই মামলায় পার্টি করা হল তৎকালীন প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্যকে। সম্প্রতি জেরার মুখে এস পি সিনহা দাবি করেন, কম্পিউটারে ত্রুটির জন্য বিতর্কিত প্যানেলে থাকা নামগুলি অন্তর্ভুক্ত হয়েছিল। এমনকী তিনি আরও দাবি করেন যে প্যানেল অন্তর্ভুক্তির ব্যাপারে তিনি কিছুই জানতেন না। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular