ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি (Anubrata Mondal) অনুব্রত মণ্ডলের জেরা চলছে। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজি হয়েছেন তিনি। বীরভূমের ইলামবাজারের বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের ঘটনাতেই চলছে জেরা। গত বছর মে মাসে নির্বাচনের ফল ঘোষণার পর খুন হন গৌরব সরকার৷
Advertisements
তদন্তে নেমে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই জিজ্ঞাসাবাদ থেকে উঠে আসে বিজেপি কর্মীকে খুনের নির্দেশ দিয়েছিলেন অনুব্রত৷ এদিন জেরায় কঠিন প্রশ্নবাণে পড়েছেন অনুব্রত। তবে ভোট পরবর্তী হিংসা মামলায় রক্ষাকবচ পেয়েছেন তিনি।
Advertisements
এর আগে চার বার ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রতকে তলব করে সিবিআই। বারবার হাজিরা এড়িয়ে যান তিনি। যেমনটা করেছিলেন গোরু পাচার মামনায়। পরে আচমকা হাজিরা দেন। এবার সিবিআই তাঁকে ডেকেছে হিংসা মামলায় জেরা করছে।


