কমিশনকে পঞ্চায়েত ভোট পিছনোর পরামর্শ আদালতের

Calcutta HC

সোমবার কলকাতা হাইকোর্ট মনোনয়নের সময় বাড়িয়ে পঞ্চায়েত ভোট ১৪ জুলাই করার প্রস্তাব দিয়েছে। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট বদলের প্রস্তাব দিয়েছেন মহামান্য আদালত। ঞ্চায়েতে মনোনয়নের দিন বাড়াতে প্রস্তুত কমিশন। তবে কী পিছোতে পারে পঞ্চায়েত ভোট?

পঞ্চায়েত ভোট নিয়ে ২টি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির অনেক অংশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। 

   

আজ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে নিজেদের বক্তব্য জানায় কমিশন।

জানা যাচ্ছে, মনোনয়নের সময় বাড়ানো নিয়ে যুক্তি দেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি জানান যে আগের বারের তুলনায় এইবারের সময় কম এবং প্রত্যেকদিন ৪ ঘণ্টা মনোনয়ন পেশের সময় হিসেবে তা পর্যাপ্ত নয়। এই প্রশঙ্গে কমিশন বলে যে মনোনয়নের সময় একদিন বাড়ানো যেতে পারে। ৯ জুন থেকে ১৬ জুনের বদলে ৯ জুন থেকে ১৬ জুন পর্যন্ত করা যেতে পারে বলে কোর্টকে জানায় কমিশন। এই কথার উত্তরে বিচারপতি বলেন যে সেই ক্ষেত্রে পঞ্চায়েত ভোট ১৪ জুলাই করতে হবে।

এছাড়াও প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলে ভাল হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন