Post of Chancellor: রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোয় শিলমোহর দিল মন্ত্রিসভা

রাজ্য বনাম রাজ্যপালের দ্বন্দ্বে নতুন মোড়।  রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীকেই বিশ্ববিদ্যালয়ের আচার্য (Chancellor) পদে বসানো হোক। এমনটাই অনুমোদন মন্ত্রিসভার। রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসুন মুখ্যমন্ত্রী। …

রাজ্য বনাম রাজ্যপালের দ্বন্দ্বে নতুন মোড়।  রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীকেই বিশ্ববিদ্যালয়ের আচার্য (Chancellor) পদে বসানো হোক। এমনটাই অনুমোদন মন্ত্রিসভার। রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসুন মুখ্যমন্ত্রী।  প্রস্তাবে শিলমোহর দিল মন্ত্রিসভা। এমনকি আগামী দিনে এবিষয়ে বিধানসভায় বিল আনতে চলেছে সরকার।

Advertisements

এবিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আজকে রাজ্যের মন্ত্রীসভা সর্বসম্মতকমে একটি সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যে যতগুলি সরকারী বিশ্ববিদ্যালয় রয়েছে, তার আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রী বসবেন। এটি বিধানসভায় যাওয়ার পর তা আইন হিসাবে লাগু করা হবে।

Advertisements

২০১০ সালে কেন্দ্র সরকারের তরফে একটি কমিশন গঠন করা হয়। সেখানে সমস্ত রাজ্যগুলিকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালকে আনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন থেকেই বাংলায় এই নিয়ম লাগু ছিল।

কিন্তু বর্তমানে রাজ্য এবং রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছে যেতেই রাজ্যপালকে আচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য বিল আনতে চলেছে সরকার।

কিছুদিন আগেই এই বিল পাশ করিয়েছে তামিলনাড়ু সরকার। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপাল আরএন রবির আর কোনও ভূমিকা থাকছে না। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের এই পদক্ষেপের পরেই অনেকেই মনে করেছিলেন এরাজ্যেও এই প্রস্তাব আনা সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার সেই প্রস্তাবে শিলমোহর দিল মন্ত্রিসভা।