বিজেপি সমর্থক খুনের মামলায় তৃণমূল বিধায়ককে জেরা করছে সিবিআই

MLA Paresh Pal

কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পালকে সোমবার তলব করেছিল সিবিআই। বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন তিনি। অন্যদিকে সিবিআই দফত্রে হাজিরা দেন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার।

সিবিআই সূত্রে খবর, দুই জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিতের দাবি, সবেমাত্র তাঁকে ডাকা হয়েছে তাঁকে গ্রেফতার করা হলে আমার ভাইয়ের আত্মার শান্তি পাবে। তাঁকে খুনের অভিযুক্তরা জেলের পিছনে রয়েছে। পরেশ পাল খুন করিয়েছে। কারণ, মৃত্যুর আগে জবানবন্দিতে অভিজিৎ সরকার পরেশ পালের নাম ঘোষণা করেছে। মুখোমুখি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

   

গত শনিবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদের দাবী জানিয়ে সিজিও কমপ্লেক্সের বাইরে ধর্না দেন মৃত বিজেপি নেতা অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। তাঁর দাবি, তদন্ত ঠিক পথে এগোচ্ছে না। সিবিআইয়ের তদন্তে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ভাইয়ের মৃত্যুর ঘটনার সঙ্গে একাধিক প্রভাবশালী নেতা জড়িত বলেও দাবি করেন তিনি। তাই বিধায়ক পরেশ পাল এবং কাউন্সিলরদের জিজ্ঞাসাবাদের দাবি তুলে সরব হতে দেখা যায় তাঁকে।

আদালতের নির্দেশে অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় তদন্তভার গেছে সিবিআইয়ের হাতে। তদন্তভার নেওয়ার পর থেকেই একাধিকবার বিশ্বজিৎ সরকারের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু তদন্ত সঠিকভাবে এগোচ্ছে না বলেই অভিযোগ তুলেছেন তিনি। সম্প্রতি অভিজিৎ সরকারের খুনের তদন্তে থাকা অফিসারকে বদল করেছে সিবিআই। ডিএসপি থেকে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডিশনাল এসপি মর্যাদার অফিসারকে।

সেই ঘটনায় এবার সিবিআইয়ের তদন্ত নিয়ে অভিজিৎ এর দাদা বিশ্বজিৎ ধর্নায় বসতেই তৎপর হল সিবিআই। তলব করা হয় তৃণমূল বিধায়ককে। সোমবারই সিবিআইয়ের হাতে সমস্ত গুরুত্বপূর্ণ নথি জমা দেন বিশ্বজিৎ। সেই নথিতে পরেশ পালের নাম রয়েছে বলেও জানিয়েছেন বিশ্বজিৎ সরকার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন