Mukul Roy: ‘মাথায় জল জমেছে’, গুরুতর অসুস্থ মুকুল রায়

mukul-roy

গুরুতর অসুস্থ বিজেপি বিধায়ক ও তৃণমূল নেতা মুকুল রায় (Mukul Roy)। তাঁকে চিকিৎসার জন্য পরিকল্পনামাফিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, মুকুল রায়ের মাথায় জল জমেছে।

তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মুকুল রায়। তাঁর হাতেই গড়ে উঠেছিল দলটির গ্রাম ভিত্তিক সংগঠন। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। আর নির্বাচনের পর মুকুল রায় ফের তৃণমূলে যোগ দেন। তিনি বিজেপির বিধায়ক কিন্তু তৃণমূল নেতা। তাঁর বিখ্যাত উক্তি, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল কংগ্রেস।

   

সম্প্রতি তাঁর স্ত্রী কৃষ্ণা রায় মারা যাবার পর থেকেই মুকুল রায়ের অসুস্থতা বাড়তে শুরু করে। রবিবার রাতেতাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর স্নায়ুর সমস্যায় ভুগছেন মুকুল রায়। মাথায় জল জমেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন