মুকুল রায় ইস্যুতে বিধানসভার অধ্যক্ষর হলফনামা তলব

high-court

মুকুল রায় ইস্যুতে জট কাটতেই চাইছে না। বিজেপির প্রশ্ন, PAC চেয়ারম্যান কেন মুকুল রায়? কেন খারিজ হবে তাঁর বিধায়ক পদের শুনানি? সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টে দ্বারস্থ রাজ্য বিজেপি। এদিকে মুকুল রায় ইস্যুতে বিধানসভার অধ্যক্ষর হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট।

Advertisements

 

   

বৃহস্পতিবার মামলার শুনানিতে বিজেপি পক্ষের আইনজীবী সি এস বৈদনাথন আদালতে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের অভিযোগ মুকুল রায় কে অনৈতিক ভাবে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে যা বিরোধীদলের প্রাপ্য পাশাপাশি মুকুল রায় বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে নেই তাই তার বিধায়ক পদ খারিজ করা হোক।

Advertisements

 

সম্প্রতি মুকুল রায়ের পিএসসির চেয়ারম্যান পদ খারিজ নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল আবেদন করতে চাইলে শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এদিকে সম্প্রতি বিচারপতি রাজশেখর মান্থা জানিয়ে দেন তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন না। যেহেতু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি বিচারাধীন রয়েছে তাই মামলার শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে জানানো হয় হাইকোর্টের তরফে।