HomeWest BengalKolkata City'অনেক রহস্য বেরিয়ে আসবে জেনেই আজেবাজে কথা বলছেন মমতা', বিস্ফোরক অধীর

‘অনেক রহস্য বেরিয়ে আসবে জেনেই আজেবাজে কথা বলছেন মমতা’, বিস্ফোরক অধীর

- Advertisement -

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের বড় দাবি করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। আরজি কর-কাণ্ডে এবার তিনি যা বললেন তা শুনে চমকে গিয়েছেন সকলে। আজ বৃহস্পতিবার আরজি করকাণ্ডের প্রতিবাদে অধীরের নেতৃত্বে কংগ্রেস মিছিল শুরু করেছে। আর এই মিছিল থেকেই বড় দাবি করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি।

অধীর গুরুতর অভিযোগ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চান না এই মামলার সঠিক তদন্ত হোক। কারণ তিনি জানেন অনেক রহস্য বেরিয়ে আসবে। ফলে তিনি চান না যে এটি ঘটুক। যে কারনে তিনি আজেবাজে কথা বলে এবং মানুষকে ভয় দেখিয়ে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন। তবে মানুষ ভয় পাবে না কারণ এটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে।”

   

বিজেপির ডাকা ১২ ঘণ্টার ‘বাংলা বনধ’-এর কারণে বুধবার পশ্চিমবঙ্গে স্বাভাবিক জনজীবন আংশিকভাবে বিপর্যস্ত হয়। রাস্তায় বনধ কার্যকর করার চেষ্টা করার জন্য পুলিশ রাজ্য জুড়ে বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী সহ ৬৪ জনকে আটক করেছে, কারণ ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস জনগণ ও প্রতিষ্ঠানগুলিকে এটি থেকে বিরত থাকতে বলেছিল।

রাজ্য বিজেপি নেতৃত্ব এই বনধকে “সফল” বলে দাবি করেছেন এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। তৃণমূলের দাবি, ধর্মঘটের তেমন কোনও প্রভাব পড়েনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular