কলকাতার (Kolkata) সল্টলেক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, আগুনে অনেক দোকান পুড়ে গেছে।আধিকারিকদের মতে, দমকলের ১২টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনায় একজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।
Advertisements
#WATCH पश्चिम बंगाल: कोलकाता के झुपरी मार्केट में भीषण आग लग गई। पुलिस और दमकल की गाड़ियां मौके पर मौजूद हैं। pic.twitter.com/Nkgya1bAOW
— ANI_HindiNews (@AHindinews) January 12, 2023
Advertisements
ঘটনার পর পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বোস বলেছেন, আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। এমন পরিস্থিতিতে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


