Abhishek Banerjee:অভিষেক ব্যানার্জীর ওপরে হামলার ছক, বানচাল করল কলকাতা পুলিশ

BJP, Congress Silent on Aparajita Bill; Abhishek Banerjee Launches Sharp Attack
BJP, Congress Silent on Aparajita Bill; Abhishek Banerjee Launches Sharp Attack

ভোটের মুখে অভিষেক ব্যানার্জীর ওপরে হামলার ছক? এমনই মনে করছে কলকাতা পুলিশ। তৃণমূল সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেকের ওপর নাকি হামলার ছক সাজিয়েছে এক আততায়ী। বরাবরই তৃণমূল সেনাপতি বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে দেখা গিয়েছে। তার উপরে কেইবা হামলার ছক সাজিয়েছে? কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা সোমবার সাংবাদিক বৈঠক করে বলেন, ”কিছু মানুষ পলিটিক্যাল ব্যক্তিত্বদের নামে রেইকি করছিল। আমরা প্রাথমিক ভাবে জানতে পারি ব্যক্তির নাম রাজা রাম রেগে।  মুম্বই অ্যাটাক যখন হয়েছিল, তার সঙ্গে যুক্ত ছিলেন এই ব্যক্তি।” ইতিমধ্যে এই ব্যক্তিকে মুম্বই থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

পুলিশ আধিকারিক আরও জানান, ওই ব্যক্তি শেক্সপিয়ার সরণি থানা এলাকার একটি হোটেলে বেশ কয়েকদিন ছিলেন। তিনি এখানে এসে অভিষেক বন্দোপাধ্যায়ের নম্বর এবং তাঁর আপ্ত সহায়কের মোবাইল নম্বর নিয়েছেন। তিনি তাদের অফিস গেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এই নিয়ে আমাদের শেক্সপিয়র সরণী থানায় অভিযোগ করা হয়।

   

পুলিশের সূত্রে আরও জানা গিয়েছে, ১৮ তারিখ কলকাতায় আসেন ওই ব্যক্তি, ২০ তারিখ পর্যন্ত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বেশ কিছু তিনি ভিডিও করেছেন বলে অনুমান পুলিশের। সিসিটিভি খতিয়ে দেখছেন লালবাজারের আধিকারিকরা। পুলিশের তরফে এমনও জানানো হয়েছে, ২৬/১১ মুম্বইয়ে যেটা হয়েছিল, তার সঙ্গে একেবারেই এই অ্যাক্টিভিটিটা মিলে যাচ্ছে। সেই কারণেই পুলিশ এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যেই গ্রেফতার করে ওই ব্যক্তিকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন