
কলকাতায় (Kolkata) ফের বিপুল টাকা মিলল। পার্ক স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার নগদ ৫০ লক্ষ টাকা। গ্রেফতার রাজেশ আগরওয়াল নামে নিউ আলিপুরের এক বাসিন্দা। STF অভিযান চলছে। ধৃতকে নিয়ে তল্লাশিতে এসটিএফ।
সম্প্রতি বড়বাজারে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। কলকাতা পুলিশ বাবুলাল লেন সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার অভিযান চালায় কলকাতা পুলিশ। রাজেশের গাড়িতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় টাকার বাণ্ডিল। নথি না দেখাতে পারায় তাকে আটক করা হয়েছে। কার টাকা? কেথায় নিয়ে যাচ্ছিল রাজেশ তা জানতে তদন্তে নেমেছে এসটিএফ।
(বিস্তারিত আসছে)
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










