Uluberia: যুবককে ১৭ বার ছুঁড়ির কোপ, তীব্র হিংস্রতার পিছনে রাজনৈতিক গন্ধ

uluberia

পশ্চিমবঙ্গে ভোটের আবহে আবার খুনের ঘটনা ঘটল বৃহস্পতিবার গভীর রাতে। উলুবেড়িয়ার চেঙ্গাইল কলাবাগান এলাকায় এক যুবককে একাধিকবার ছুঁড়ির আঘাতে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বাপন মান্না। তাঁর বয়স সতেরো বছর। তিনি স্থানীয় একটি জুটমিলের কাজ করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে ১৭বার ছুঁড়ির আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কিন্তু এত নৃশংসতার পিছনে রয়েছে কি অন্য কারণ?ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কলবাগান এলাকায় বাইক নিয়ে ঝামেলা হয় দু’পক্ষের। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সামান্য একটি বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়। বাইকে স্টার্ট দেওয়ার সময়ে প্রচণ্ড শব্দ হচ্ছিল। এই নিয়েই বচসার সূত্রপাত। মৃত বাপন মান্নার দাদা ও তাঁর বন্ধুদের সঙ্গে এলাকারই অন্য এক দলের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগের তীর এলাকার দুই দুষ্কৃতী আকাশ জানা ও সাগর জানার বিরুদ্ধে। যদিও প্রাথমিকভাবে ঝামেলা মিটে গেলে, রাত গভীর হতেই শুরু হয় মৃত বাপন মান্নার দাদার খোঁজ। পরিবারের অভিযোগ, দাদাকে খুঁজে না পেয়ে তার ভাই বাপনকে দেখতে পেলে তারা তার উপর হামলা চালায়।

   

তাঁর আর্তনাদে স্থানীয় বাসিন্দারা চলে এলে অভিযুক্তরা পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় বাপনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেজিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। কিন্তু এত হিংস্রতার পিছনে কি রয়েছে অন্য কারণ ? প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ মনে করছে এই পিছনে রাজনৈতিক কোনও ক্ষোভ থাকতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন