Suchitra Sen: সুচিত্রা সেন, মহানায়িকা, যাঁর রূপে মোহিত আপামোর বাঙালি। তাঁকে এক ঝলক দেখার লোভ আজীবন রয়ে গিয়েছে বাঙালির মধ্যে। অনেকেরই মনে প্রশ্ন আসে, সুচিত্রা সেন কেমন দেখতে হয়েছিলেন বয়সে, কেমন মানুষ ছিলেন তিনি। এরই উত্তর সামনে এসেছে এবার। সবটা খোলসা করেছেন এক প্রত্যক্ষদর্শী চিকিৎসক।
আসলে, অভিনয় ছেড়ে অন্তরালে চলে গেলেও বয়স বাড়লে তো ওষুধপত্র, ডাক্তারের প্রয়োজন হবেই। সুচিত্রাও নিস্তার পাননি এর থেকে। সে সময় বেলভিউ নার্সিং হোমের চিকিৎসকেরা চিকিৎসা করতেন সেনের। এক বার তরুণী ডাক্তার জাহেদি বানো তাঁর চিকিৎসা করতে গিয়েছিলেন। তাঁরই চোখে ধরা পড়েছিলেন ম্যাডাম সুচিত্রা।
মহানায়িকার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, দরজা খোলেন এক সহকারী। মিসেস সেনের বেডরুমে চলে যান তাঁর চিকিৎসা করতে। এরপরেই মিসেস সেন আসেন। জিজ্ঞেস করলেন, আমাকে কী করতে হবে? জাহেদি বলেছিলেন, আপনাকে একটু উঠে দাঁড়াতে হবে। এরপরেই জাহেদির নজর কাড়ে, পর্দার মহানায়িকার বিশেষভাবে হেলে দাঁড়ানোর স্টাইলটা। তিনি বাস্তবেও ঐভাবেই দাঁড়ান। সিনেমার জন্য তিনি বদলাননি। সিনেমা বদলেছিল তাঁর জন্য।
জাহেদি আরও বলেছিলেন যে অত ভদ্র, অত নম্র মানুষ তিনি আগে কোনওদিনও দেখেননি। বারবারই হাত জোর করে নমস্কার বলেছিলেন। তাঁকে দু’চোখ ভরে দেখে যাওয়া ছাড়া আর কোনও কাজ ছিল না। জাহেদি ডাক্তারির পারিশ্রমিক নিতে চাননি নাকি। সুচিত্রা সেন তখন হাত জোর করে মিষ্টি সুরে বলেছিলেন, ইস, প্লিজ় ক্ষমা করবেন আমাকে। এই নিন আপনার ফিজ।