সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট, ব্যাহত দমদম-দক্ষিণেশ্বর রুটের পরিষেবা

কলকাতা: সপ্তাহের প্রথম দিনই সকাল থেকে বড় ধাক্কা যাত্রীদের। সোমবার কর্মদিবসের ব্যস্ত সকালেই মেট্রো রেলের পরিষেবা ভোগান্তি বাড়াল নিত্যযাত্রীদের জন্য। দক্ষিণেশ্বর ও দমদম থেকে নির্ধারিত…

New-Garia Airport Metro line

কলকাতা: সপ্তাহের প্রথম দিনই সকাল থেকে বড় ধাক্কা যাত্রীদের। সোমবার কর্মদিবসের ব্যস্ত সকালেই মেট্রো রেলের পরিষেবা ভোগান্তি বাড়াল নিত্যযাত্রীদের জন্য। দক্ষিণেশ্বর ও দমদম থেকে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর ছাড়ল দিনের প্রথম মেট্রো (Kolkata Metro disruption)।

Advertisements

কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, নোয়াপাড়া কারশেডের থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহে ত্রুটি দেখা দেওয়ায় দিনের প্রথম ট্রেন সময়মতো চালানো সম্ভব হয়নি। দক্ষিণেশ্বর থেকে সকাল ৭টায় ছাড়ার কথা থাকলেও প্রথম মেট্রোটি রওনা হয় সকাল ৭টা ৫৪ মিনিটে। দমদম থেকেও নির্ধারিত সময়ের পরে ছাড়ে প্রথম ট্রেন। যদিও আপ লাইনে, অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে-পরিষেবা ছিল স্বাভাবিক।

   

বিদ্যুৎ সরবরাহে এই সমস্যার সমাধানে মেট্রো কর্তৃপক্ষ জরুরি তৎপরতায় মেরামতির কাজ শুরু করে। অবশেষে সমস্যা মেটার পর পরিষেবা চালু হয়। তবে মেট্রো চালু হলেও প্রথম দিকে ট্রেন চলাচল মসৃণ ছিল না- বিভিন্ন স্টেশনে ট্রেন বেশি সময় দাঁড়াতে দেখা যায়। কর্তৃপক্ষের দাবি, সকাল ৮টা নাগাদ পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়।