গত ২৮ ডিসেম্বর, শুরু হয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ভারত জোড়ো যাত্রা (পশ্চিমবঙ্গ) (bharat joro yatra), ” সাগর থেকে পাহাড় ” পদযাত্রা । সেই পদযাত্রা কলকাতা পৌঁছবে আগামীকাল ১লা জানুয়ারী বিকাল ৪ টায় তারাতলা মোড়ে । সেই যাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটি’র ।
মিছিলের রুট – তারাতলা মোড় থেকে সাহাপুর- টালিগঞ্জ সার্কুলার রোড- টালিগঞ্জ ফাঁড়ি- দেশপ্রাণ শাসমল রোড- রাসবিহারী মোড়- হাজরা মোড়- এলগিন রোড- এ জে সি বোস রোড- বেকবাগান রো- কড়েয়া রোড- সেভেন পয়েন্ট- সিআইটি রোড- পিসিসি অফিস পৌঁছবে।
যাত্রাপথে ৬ টি মঞ্চ তৈরী হচ্ছে ভারত যাত্রীদের স্বাগত জানানোর জন্য।
১) লক্ষীকান্ত বসু মঞ্চ, ২) ফুলরেণু গুহ মঞ্চ, ৩) সিদ্ধার্থ শংকর রায় মঞ্চ, ৪) প্রিয়রঞ্জন দাসমুন্সী মঞ্চ, ৫) আবুল কালাম মঞ্চ, ৬) সোমেন মিত্র মঞ্চ ।
আগামী ২ জানুয়ারী বেলা ১০.৩০ মিনিটে পৌঁছবে হাজরা মোড়ে, সেখানে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীজীর মূর্তির গলায় মাল্য অর্পণ করবেন কংগ্রেসের নেতৃত্ব। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডারের রেপ্লিকা ও তৃণমূল সরকারের চাকরি দুর্নীতির পোস্টার গ্যাস বেলুন দিয়ে ওড়ানো হবে।
চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে কংগ্রেসের প্রাক্তন সভাপতি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তির গলায় মাল্য অর্পণ করবেন। পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন নেতৃত্ব। তারপর এলগিন রোডে, দেশ বরেণ্য স্বাধীনতা আন্দোলনের পুরোধা এবং জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি, নেতাজী সুভাষ চন্দ্র বোসে’র বাসভবনে যাবেন। সেখানে নেতাজীর মূর্তির গলায় মাল্য অর্পণ করবেন। নেতাজীর বাড়ী ঘুরে দেখবেন।
মিছিলের নেতৃত্বে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি, সাংসদ এবং লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সহ এআইসিসি এ.চেল্লা কুমার, প্রদীপ ভট্টাচার্য্য, প্রাদেশিক নেতৃত্ব ও জেলা কংগ্রেস নেতৃত্ব ।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে জনবিরোধী কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ও জাত পাত, সাম্প্রদায়িক হানাহানি, রাগ বিদ্বেষ, হিংসার বিরুদ্ধে এই ভারত জোড়ো যাত্রা ৮০০ কিঃমিঃ পথ অতিক্রম করবে ।