KLO: কামতাপুর না দিলে ভয়াবহ পরিস্থিতি, আগ্নেয়াস্ত্র নিয়ে মোদীকে হুমকি কেএলও জঙ্গির

সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে হুমকি এবার উত্তরবঙ্গের বিচ্ছিন্নতাবাদী সংগঠন (KLO) কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের। ভিডিও বার্তায় অসম থেকে এমন হুমকি দিয়েছে সংগঠনটির এক নেতা জয়প্রকাশ বর্মণ। এর…

সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে হুমকি এবার উত্তরবঙ্গের বিচ্ছিন্নতাবাদী সংগঠন (KLO) কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের। ভিডিও বার্তায় অসম থেকে এমন হুমকি দিয়েছে সংগঠনটির এক নেতা জয়প্রকাশ বর্মণ। এর আগে বিধানসভা ভোটে টানা তিনবার জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়ে বিচ্ছিন্নতাবাদী কেএলও সংগঠনের প্রধান জীবন সিংহ বলেছিল পৃথক কামতাপুর না হলে রক্তগঙ্গা বইবে।

এবার চিফ কমান্ডারের নির্দেশে প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে কেএলও নেতা জয়প্রকাশ বর্মণ বলেছে, নরেন্দ্র মোদী সরকারকে কামতাপুর রাজ্য ফিরিয়ে দিতে হবে চুক্তি অনুযায়ী। অন্যথায় ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে কেন্দ্রীয় সরকারকে। ভিডিও বার্তায় কামতাপুর আন্দোলনে সামিল হতে কোচ ও কামতাপুরবাসীকে আহ্বান জানায় এবং কেএলও নেতা।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সোমবার দার্জিলিং জেলার খড়িবাড়ির নেপাল সীমান্ত সংনগ্ন এলাকা থেকে ধরা পড়ে কেএলও প্রধান জীবন সিংহ ঘনিষ্ঠ ধনকুমার রায়। এসটিএফ উত্তরবঙ্গ শাখার অভিযানে ধৃত ধনকুমার নেপালে যাচ্ছিল বলে জানা গিয়েছে। তাকে জেরা করে এসটিএফ জেনেছে, নেপাল থেকে গোপনে সংগঠমের জন্য আগ্নেয়াস্ত্র পাচার করত ধনকুমার রায়। ধৃত ধনকুমার রায়ের বাড়ি কোচবিহার জেলায়। সে কোচবিহারে এলও সংগঠনের হয়ে চাঁদা আদায় করে সংগঠনের কোষাগার ভরাট।

ভিডিও বার্তায় তার স্পষ্ট দাবি, আলাদা কামতাপুর রাজ্য না দেওয়া হলে বড়সড় আন্দোলন শুরু হবে। কোচ কামতাপুরের দাবিতে বড়সড় আন্দোলনে সকলকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে ওই কেএলও নেতা।

অসমের বঙ্গাইগাঁওয়ের কেএললও নেতা জয়প্রকাশ বর্মন নিজের পরিচয় দিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করে। তাতে কোচবিহার সহ কামতাপুর অঞ্চলকে আলাদা রাজ্যের দাবি তুলে গণ আন্দোলনের ডাক দিয়েছে। সে বলেছে নরেন্দ্র মোদী সরকারকে কামতাপুর রাজ্য ফিরিয়ে দিতে হবে চুক্তি অনুযায়ী। অন্যথায় ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে কেন্দ্রীয় সরকার।

কেএলও প্রধান জীবন সিংহের অবস্থান জানতে পশ্চিমবঙ্গ সরকার যেমন তৎপর তেমন চেষ্টা চালাচ্ছে গোয়েন্দা বিভাগ। কারন এর আগে নেপালে সে আছে বলে মনে করা হতো। ভুটানের মাটিতে কেএলও সহ একাধিক ভারতীয় জঙ্গি সংগঠনের শিবির ধংস করে সে দেশের সরকার। তারপর থেকে জীবন সিংহ কখনও ভুটান, বাংলাদেশ, মায়ানমারে আত্মগোপনে।