Kisan Protest in bankura: কৃষক নেতাদের দাবি, আন্দোলনের অংশীদার নয় তৃ়ণমূল

Kisan Protest in bankura News Desk: ‘কর্পোরেটপন্থী কালা কৃষি আইন সংসদের মাধ্যমে সম্পূর্ণ প্রত্যাহার, বিদ্যুৎ বিল-২০২১ বাতিল, কৃষিপণ্যের ন্যুনতম সহায়ক মূল্যের আইন পাশ, রেল, প্রতিরক্ষা,…

Kisan project in bankura

Kisan Protest in bankura
News Desk: ‘কর্পোরেটপন্থী কালা কৃষি আইন সংসদের মাধ্যমে সম্পূর্ণ প্রত্যাহার, বিদ্যুৎ বিল-২০২১ বাতিল, কৃষিপণ্যের ন্যুনতম সহায়ক মূল্যের আইন পাশ, রেল, প্রতিরক্ষা, ব্যাঙ্ক-বিমা, কয়লা, বিদ্যুৎ, শিক্ষা-স্বাস্থ্য ক্ষেত্রের বেসরকারিকরণ রোধ সহ ১০ দফা বিক্ষোভ সমাবেশ ও জেলাশাসককে ডেপুটেশন দিল অল ইণ্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠন।

শুক্রবার বাঁকুড়া হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল করে সংগঠনের সদস্যরা জেলাশাসকের দপ্তরে পৌঁছান। সেখানে পৌঁছে এক বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন অল ইণ্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের নেতৃত্ব। এদিন যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাশাসকের দপ্তরের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

অল ইণ্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষি আইন বাতিলের ঘোষণাকে ‘ঐতিহাসিক জয়’ দাবি করে আন্দোলনকারী কৃষক ও সমর্থণকারী সাধারণ মানুষকে ‘অভিনন্দন’ জানানো হয়েছে।

এদিন অল ইণ্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের বাঁকুড়া জেলা সম্পাদক দিলীপ কুণ্ডু বলেন, ২৬ নভেম্বর কৃষক আন্দোলনের বর্ষপূর্তি। আন্দোলন থেকে বিদ্যুৎ আইন-২০০৩ ও বিদ্যুৎ বিল সংশোধনী-২০২১ ও কৃষিপণ্যের সহায়ক মূল্যবিষয়ক আইন তৈরীর দাবি জানানো হয়েছিল। ইতিমধ্যে চাপের মুখে পড়ে কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করা হলেও কৃষক আন্দোলনের অন্যতম আরো দুই দাবি নিয়ে এখনো কোন সদূত্তর মেলেনি। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এদিন তিনি এরাজ্যের শাসক দলকেও একহাত নেন। তিনি বলেন, এই আন্দোলনের সঙ্গে তৃণমূল কখনোই ছিলনা, বরঞ্চ আন্দোলনকারীরা ভারত বন্ধ ডাকলে তাঁরা বিরোধিতা করেছেন। এই পরিস্থিতিতে কৃষক আন্দোলনের সাফল্যের অংশীদার তৃণমূল নয় বলেই তিনি দাবি করেন।