Kharagpur: দুর্ঘটনার ট্রেন চলাচল বিঘ্নিত, চলছে লাইন সারাই কাজ

হাওড়া – খড়গপুর শাখায় পাঁশকুড়া নন্দাইগাজন স্টেশনের কাছে দুর্ঘটনায় কবলে পড়ে মাল গাড়ি। আটকে পড়ে একাধিক যাত্রীবাহী ট্রেন। দুর্ভোগে পড়েছেন হাওড়া -খড়গপুর শাখার নিত্যযাত্রীরা। খবর…

হাওড়া – খড়গপুর শাখায় পাঁশকুড়া নন্দাইগাজন স্টেশনের কাছে দুর্ঘটনায় কবলে পড়ে মাল গাড়ি। আটকে পড়ে একাধিক যাত্রীবাহী ট্রেন। দুর্ভোগে পড়েছেন হাওড়া -খড়গপুর শাখার নিত্যযাত্রীরা। খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে পৌঁছায় রেলের আধিকারিকেরা। দ্রুততার সঙ্গে শুরু হয় মালগাড়ি সরানোর কাজ। কী কারনে এমন দুর্ঘটনা তা খতিয়ে দেখছে রেল দপ্তরে আধিকারিকরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে রেললাইনে পরিচর্যা না হওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। মালগাড়ি এটা হয়েছে, যদি যাত্রীবাহী ট্রেন হতো তাহলে হয়তো অনেক প্রাণহানি ঘটত। স্থানীয় এক বাসিন্দা বলেন ” সাত সকালে বিকট শব্দ পাই। মালগাড়িটি অন্য লাইনে গিয়ে লাইনচ্যুত হয়। হাওড়া থেকে খড়গপুরে দিকে যাচ্ছিল মালগাড়ি। রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে “।

জানা গিয়ছে, নন্দাইগাজন স্টেশনের কাছে এদিন লাইনচ্যুত হয় মালগাড়িটি। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। প্রায় ১ কিলোমিটার ট্রেন লাইনচ্যুত হয়ে চলতে থাকে। যার ফলে রেললাইনের পাতের নাট বোল্ট ও পাত টাইট রাখার রিং কেটে গিয়ে রেল চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে।