Birbhum: বগটুই গণহত্যায় ভাদু শেখ খুনে জড়িত নিউটন ধৃত

বগটুই গণহত্যার অন্যতম আসামী তথা ভাদু শেখ খুূনে মূল অভিযুক্ত নিউটন শেখ ধৃত। তাকে সশস্ত্র অবস্থায় মাড়গ্রাম থেকে গ্রেফতার করল পুলিশ। (Birbhum) বীরভূমে চাঞ্চল্য। পঞ্চায়েত…

Bogtui massacre

বগটুই গণহত্যার অন্যতম আসামী তথা ভাদু শেখ খুূনে মূল অভিযুক্ত নিউটন শেখ ধৃত। তাকে সশস্ত্র অবস্থায় মাড়গ্রাম থেকে গ্রেফতার করল পুলিশ। (Birbhum) বীরভূমে চাঞ্চল্য। পঞ্চায়েত ভোটের তীব্র উত্তেজনার আবহে ধৃত নিউটন শেখ। বগটুই গণহত্যার ঘটনা এ রাজ্যে তৃণমূল কংগ্রেস জমানায় বৃহত্তম সংখ্যালঘু নিধন কাণ্ড।

গত ২১ মার্চ রামপুরহাটে বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে খুন করা হয়েছিল। এলাকায় পাথর ও কয়লা চালানের বখরা নিয়ে গোষ্ঠিবাজিতে এই খুনের ঘটনা ঘটেছিল। সেই রাতে বগটুই গ্রামে হামলা হয়। ভাদুর অনুগামীরা একাধিক বাড়িতে ঢুকে পুড়িয়ে ও কুপিয়ে মারে গ্রামবাসীদের। কমপক্ষে ১১ জন মারা যান।

বগটুই গণহত্যা ঘটনায় ভাদু শেখ খুনে জড়িত নিউটন শেখ ছিল পলাতক। তাকে বুধবার রাতে মাড়গ্রাম থানার বিষ্ণুপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। একটি পাইপগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।