কলকাতা সহ ১০ জেলায় হলুদ সতর্কতা

  ফের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। যার জেরে শনিবার থেকেই ফের বদল হতে শুরু করবে রাজ্যের আবহাওয়া।    …

 

ফের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। যার জেরে শনিবার থেকেই ফের বদল হতে শুরু করবে রাজ্যের আবহাওয়া।

   

এদিকে কলকাতা সহ ১০ জেলায় হলুদ সতর্কতা জারি করা হল হাওয়া অফিসের তরফ থেকে। এছাড়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে, শুক্রবার বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। শনিবার বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনা রয়েছে।

এছাড়া উত্তরবঙ্গের (North Bengal) কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে।