গরু পাচার মামলায় সুকন্যাকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে CBI

গরু পাচার মামলায় তদন্তে নেমে সিবিআইয়ের (CBI) নজরে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিপুল অঙ্কের সম্পত্তি। শুধুমাত্র অনুব্রত নয়, তাঁর পরিবারের একাধিক সম্পত্তি এখন সিবিআইয়ের নজরে৷…

গরু পাচার মামলায় তদন্তে নেমে সিবিআইয়ের (CBI) নজরে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিপুল অঙ্কের সম্পত্তি। শুধুমাত্র অনুব্রত নয়, তাঁর পরিবারের একাধিক সম্পত্তি এখন সিবিআইয়ের নজরে৷ তাই হিসাররক্ষককে জিজ্ঞাসাবাদের পরেই গতকাল অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে উপস্থিত হয় সিবিআই। কিন্তু কথা বলতে রাজি হননি সুকন্যা। গোটা বিষয়টি এত সহজে ছেড়ে দেবে সিবিআই উঠছে প্রশ্ন।

অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে ফিরত আসার পরেই অনুব্রত ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭ কোটি টাকার হদিশ মিলেছে। পরে সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে সিবিআই আধিকারিকরা। এরই মধ্যে সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় সিবিআই। এরই মধ্যে অনুব্রত মণ্ডলের কন্যার দুটি চাকরি নিয়েও তোলপাড় শুরু হয়েছে।

সিবিআই সূত্রে খবর, দুটি সংস্থা রয়েছে সুকন্যা মণ্ডলের নামে৷ এই দুটি সংস্থায় আয় ব্যয়ের হিসেব খতিয়ে দেখতে চান সিবিআইয়ের আধিকারিকরা। কীভাবে টাকা আসত? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও নগদ টাকার লেনদেন কাদের সঙ্গে হত? সবটা সুকন্যার থেকে জানার চেষ্টা করবে সিবিআই৷ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সম্পত্তির অংশীদার ছিল সায়গল হোসেন। এই তথ্যকেও সামনে রেখে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চায় সুকন্যাকে। এমনটাই সিবিআই সূত্রে খবর।

গোটা বিষয়টি সামনে আসলে আগামী দিনে চাপ বাড়তে পারে অনুব্রত কন্যার৷ এরই মধ্যে তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে।