জলপাইগুড়ি: বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করল পুলিশ। জলপাইগুড়ির নাগরাকাটা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে৷ ধৃতরা একই এলাকার বাসিন্দা৷ তাঁরা হলেন, সাহানুর আলম ওরফে মান্নান (৩০) এবং তোফায়েল হোসেন ওরফে মিলন (৩৬)।
এর আগে বুধবার একই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবারের গ্রেফতারের পর, মোট চারজনকে ধৃত করা হল। পুলিশ এখন পর্যন্ত ধৃতদের রাজনৈতিক বা সংগঠনের সংযোগ প্রকাশ করেনি।
ঘটনার প্রেক্ষাপট:
সোমবার নাগরাকাটায় দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনের সময় মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির পদ্ম বিধায়ক শঙ্কর ঘোষকে লক্ষ্য করে বিক্ষোভকারী কয়েকশো মানুষ লাঠি, জুতো ও নদী থেকে তোলা পাথর নিক্ষেপ করেন। এই হামলায় খগেন মুর্মুর মুখে গুরুতর আঘাত লাগে, বিশেষ করে বাম চোখের নিচে। শঙ্কর ঘোষকেও ধাক্কা দেওয়া হয়৷ তাঁরও আঘাত লাগে। পরে দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার শঙ্কর ছাড়া পেলেও খগেন এখনও চিকিৎসাধীন।
অভিযোগ-পাল্টা অভিযোগ Khagen Murmu Shankar Ghosh Attack Arrests
ঘটনার পর রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে। বিজেপি শাসকদলের প্রতি অভিযোগ তোলার সঙ্গে সরাসরি তৃণমূলকেও দায়ী করেছে। তৃণমূল এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং জানিয়েছে, তারা এ ধরনের বিক্ষোভের সমর্থক নয়। ঘটনা পরবর্তী দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে খগেন মুর্মুর শারীরিক অবস্থা খতিয়ে দেখেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাগরাকাটার এই ঘটনা শুধু ব্যক্তিগত হামলা নয়, এটি স্থানীয় রাজনৈতিক উত্তাপের প্রতিফলনও। পুলিশ এখন পুরো ঘটনা তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।