Katwa: স্কুলে ছাত্রীদের রিলস বানাতে নিষেধ করায় হেনস্থার শিকার প্রধান শিক্ষক

স্কুলে এসে ছাত্রীদের নানারকম ভিডিয়ো তুলে তা দিয়ে বানানো হতো রিলস ভিডিয়ো। অভিযোগ, দীর্ঘদিন থেকেই চলে আসছে এ ঘটনা। লুকিয়ে লুকিয়ে রোজই ভিডিয়ো করত মেয়েদের।…

Schoolgirls Reels

স্কুলে এসে ছাত্রীদের নানারকম ভিডিয়ো তুলে তা দিয়ে বানানো হতো রিলস ভিডিয়ো। অভিযোগ, দীর্ঘদিন থেকেই চলে আসছে এ ঘটনা। লুকিয়ে লুকিয়ে রোজই ভিডিয়ো করত মেয়েদের। কাঠগড়ায় স্কুলেরই এক ছাত্র। অভিযুক্ত ছাত্রীদের উদ্দেশ্যে নানা অশ্লীল অঙ্গভঙ্গিও করতো বলে অভিযোগ। এরইমধ্যে ছাত্রের নামে শিক্ষকদের কাছে অভিযোগ জানান একদল ছাত্রী। অভিযুক্ত ছাত্রকে ডেকে বকাঝকাও করেন প্রধান শিক্ষক। তাতেই রেগে যান ছাত্রের বাবা।

Advertisements

অভিযোগ, ছেলেকে বকা দিতেই একেবারে লাঠি নিয়ে স্কুলে হাজির অভিযুক্ত ছাত্রের বাবা। হুঁশিয়ারি দিতে থাকেন স্কুলে ঢুকে।‌ স্কুলের প্রধান শিক্ষককে মারতেও যান বলে অভিযোগ। শেষে স্কুলের অন্যান্য শিক্ষকরা এসে বাঁচান প্রধান শিক্ষককে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে কাটোয়ার এক স্কুলে। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়।

বিজ্ঞাপন

এই ঘটনায় স্কুলের এক ছাত্রী বলে, ‘ও প্রায়ই স্কুলে এরকম করতো। এদিনও এই কাজ করছিল। তা দেখেই কয়েকজন মেয়ে স্যারদের কাছে গিয়ে অভিযোগ জানায়। ছেলেটাকে ঢেকে বকা দেন শিক্ষকরা। তারপরই তার বাবা লাঠি নিয়ে স্কুলে চলে আসেন। মারতেও যান শিক্ষকদের।’

উল্লেখ্য, এ ঘটনায় এদিন স্কুল উত্তপ্ত হয়ে ওঠে, খবর যায় স্থানীয় থানায়। ছুটে আসে পুলিশ। আটক করা হয় অভিযুক্ত ছাত্র ও তার বাবাকে। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে অভিযুক্ত ছাত্র। ঘটনার কথা জিজ্ঞেস করা হলে তা এড়িয়ে গিয়েছেন তার বাবাও। অভিযুক্ত ছেলে ও তার বাবা দুজনের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি উঠেছে গোটা এলাকায়।