সাধারণত হাসিমুখেই দেখা যায় তাঁকে (Ashwini Vaishnaw)। বন্দে ভারতের উদ্বোধন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেন পরিদর্শন, সব সময়ই হাসিমুখে দেখা যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Ashwini Vaishnaw)। কিন্তু আজ প্রেক্ষিতটা আলাদা। সাতসকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। আহত হয়েছেন আরও অনেকে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মুখের হাসি তাই উধাও। এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন রেলমন্ত্রী। তারপর সেখান থেকে গাড়িতে কিছুটা যাওয়ার পর বাইকে চেপে দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী। এদিন সকাল দার্জিলিং জেলার রাঙাপানি স্টেশনের কাজে দুর্ঘটনার মুখে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল ট্রেনটি।
প্রতিশ্রুতিপূরণ! মঙ্গলবার দেশের ৯ কোটি কৃষককে ২০০০০ কোটি টাকা দিচ্ছেন মোদী
সেই সময় ওই লাইনেই ঢুকে পড়ে একটি মালগাড়ি। পিছন থেকে সজোরে সেটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে। একেবারে শেষের কামরাটি সংঘর্ষের প্রতিঘাতে উপরে উঠে যায় এবং শূন্যে ঝুলতে থাকে। মালগাড়িটিও লাইনচ্যুত হয়। মৃত্যু হয় কমপক্ষে ৮ জনের। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেল বোর্ডের চেয়ারম্যান জয়া বর্মা জানান, দুর্ঘটনায় মালগাড়ির চালক, সহকারী চালক সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। তিন জন রেলের কর্মী। দু’জন মালগাড়ির লোকো পাইলট। এক জন কাঞ্চনজঙ্ঘার গার্ড। বাকি পাঁচ জনের পরিচয় জানার চেষ্টা চলছে।
লোকসভা ভোটে হারলেও জোরদার লড়াইয়ের পুরস্কার! মন্ত্রী হতে পারেন তৃণমূলের এই বিধায়ক