AAP: বিজেপি থেকে তৃণমূল ও আম আদমিতে যোগদানের হিড়িক

aam aadmi party

পাঞ্জাব জয়ের পর পশ্চিমবঙ্গে বিস্তার ঘটছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির। রাজ্য জুড়ে শুরু হয়েছে আপ (Aam Aadmi Party) সদস্য গ্রহণ অভিযান। একাধিক জেলায় বাড়ছে আপের প্রভাব। এবার পদ্ম শিবিরের ভাঙন ধরিয়ে ঝাঁটা হাতে তুলে নিচ্ছেন বহু দিনের পোড় খাওয়া নেতারা। এমনটাই ঘটেছে উত্তরবঙ্গে।

Advertisements

২০১৪ সাল থেকে ২০২০ পর্যন্ত জলপাইগুড়ি জেলায় কিষান মোর্চার দায়িত্ব সামলেছিলেন নবেন্দু সরকার। তাঁর অভিযোগ, কাজের মানুষের বদলে কাছের মানুষকে বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি দলের যা অবস্থা তৃণমূলের থেকে বিজেপিকে আলাদা করা যাচ্ছিল না। আম আদমি পার্টির তরফে যোগাযোগ করা হয়। তাতেই যোগদান করি।

   

অন্যান্য রাজ্যের মতো এবার এ রাজ্যে সংগঠন বাড়াতে চাইছে আম আদমি পার্টি। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে অরবিন্দ কেজরিওয়ালের দল। সমস্ত জেলায় বা সমস্ত আসনে প্রার্থী না দিলেও যে জেলায় সংগঠন মজবুত সেখানে প্রার্থী দিতে চায় তারা।

Advertisements

আম আদমি পার্টির বিশেষ নজরে রয়েছে উত্তর ২৪ পরগণা, কোচবিহার ,মালদা, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ। এই কয়েকটি জেলায় ব্যাপকহারে সদস্যপদ গ্রহণ হয়েছে। সমস্ত জেলায় না হলেও ১৬টি জেলায় দলীয় জেলা কমিটি গঠন করে সংগঠন বাড়াতে চায় আপ।

বাংলায় আপ নেতাদের একাংশ জানাচ্ছেন, যে সমস্ত জেলায় সংগঠন ভালো রয়েছে। যে সমস্ত জেলায় মানুষের সাড়া বেশি মিলছে সেখানেই প্রার্থী দেবে তারা। আপাতত হাওড়া এবং উত্তর ২৪ পরগণা থেকেই কাজ শুরু করতে চাইছে আম আদমি পার্টি। তবে জঙ্গলমহল এলাকায় সংগঠন তৈরি করা একটু চাপ হলেও ঝাড়গ্রামের দিকে বিশেষ নজর রয়েছে।