সাদা ওএমআর শিট জমা দিয়েই চাকরি! বিপুল লেনদেনের তদন্তে ইডি

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি ক্রমে পাহাড়ে পরিণত হয়েছে। গ্রুপ ডি মামলাতে আদালতের পর্যবেক্ষণ সাদা ওএমআর (OMR sheet) শিট জমা দিয়ে চাকরি হয়েছে। ওএমআর শিটকে বিকৃত করে…

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি ক্রমে পাহাড়ে পরিণত হয়েছে। গ্রুপ ডি মামলাতে আদালতের পর্যবেক্ষণ সাদা ওএমআর (OMR sheet) শিট জমা দিয়ে চাকরি হয়েছে। ওএমআর শিটকে বিকৃত করে মোটা অঙ্কের লেনদেন হয়েছে বলে সন্দেহ কলকাতা হাইকোর্টের। সেই কারণেই ইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হলো।

Advertisements

ওএমআর শিটে চুড়ান্ত কারচুপি করে নিয়োগ দেওয়া হয়েছে। একথা আদালতের কাছে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেন লক্ষ্মী টুঙ্গা নামের এক চাকরি প্রার্থী। আদালতের কাছে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলেছেন মামলাকারী। সেই মামলায় এবার ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে গ্রুপ ডি মামলায় তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে বিচারপতি।

   

বিচারপতির প্রশ্ন ছিল, সেই সময় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে ছিল? কমিশনের আইনজীবীর তরফে জানানো হয়েছে, সেই সমস্য চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন বিচারপতি। সুবীরেশ ভট্টাচার্যকে প্রয়োজনে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই বলেছিলেন।