Jalpaiguri: খাইকে পান বানারাসওয়ালা, ‘নেশার ঘোরে’ তৃণমূল নেতার নাচ

জনপ্রিয় হিন্দি ছবি “ডন” এর ছায়াছবির জনপ্রিয় গান “খাইকে পান বানারাসওয়ালা”। সেই গানের সঙ্গে কোমর দুলিয়ে নেচে বিতর্কে জড়ালেন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নয়ন দত্ত। ভাইরাল হয়েছে তৃণমূল নেতার নাচের কয়েকটি ভিডিও। যদিও ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে অপ্রকৃতস্থ অবস্থায় একটি ঘরের ভেতর কোমর দুলিয়ে নেচে চলেছেন ব্লক সভাপতি নয়ন দত্ত। ঘিরে রয়েছেন অনুগামীরা। প্রত্যেকেই হাততালি দিয়ে উৎসাহ বাড়াচ্ছেন ব্লক সভাপতির। দ্রুত ভাইরাল হয়েছে সেই ভিডিও।

   

যদিও তৃণমূল নেতা নয়ন দত্তর দাবী, ভিডিওটি আজ থেকে চার বছর আগে তোলা। সেই সময় তিনি ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন না। তাঁকে বদনাম করার জন্য আজ এই ভিডিও ভাইরাল করা হচ্ছে। বন্ধুবান্ধবের সাথে তিনি পিকনিক করছিলেন। এখন দলের একজন অনুগত সৈনিক এবং দলের হয়ে কাজ করেন। তাঁকে বদনাম করার জন্য পুরনো ভিডিও ভাইরাল করা হয়েছে।

এই নাচ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক শুরু। সিপিআইএমের অভিযোগ তৃণমূল বাংলার সংস্কৃতিকে কলুষিত করছে। অভিযোগ, মদ্যপ অবস্থায় তৃণমূল নেতার এই নাচ রাজনৈতিক আঙিনাকে কলুষিত করছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন