ISL : ক্যালকাটা কাস্টমসে খেলা ফুটবলারকে নেওয়ার দৌড়ে লিগের পাঁচটি দল

দুরন্ত পারফরম্যান্স। আগামী মরশুমের জন্য ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পাঁচটি দল নিতে চাইছে তরুণ ভারতীয় ফুটবলারকে। কলকাতার মাঠে খেলেছেন এক সময়। ভারতীয় ফুটবল মহলে চর্চায়…

ISL

দুরন্ত পারফরম্যান্স। আগামী মরশুমের জন্য ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পাঁচটি দল নিতে চাইছে তরুণ ভারতীয় ফুটবলারকে। কলকাতার মাঠে খেলেছেন এক সময়।

ভারতীয় ফুটবল মহলে চর্চায় রয়েছে অ্যালোসিয়াস এম – এর নাম। এখন খেলেন আই লিগের দল রাজস্থান ইউনাইটেডে। মূলত মাঝমাঠের ফুটবলার। উইং বরাবর দৌড়ে আক্রমণ শানাতে দক্ষ। ইতিমধ্যে বেশ কিছু গোল রয়েছে তাঁর নামের পাশে।

   

 আরও পড়ুন: ATK Mohun Bagan : চুপসে যেতে পারে বাগান সমর্থকদের প্রত্যাশার ফানুস

পরিসংখ্যান অনুযায়ী, বছর চব্বিশের এই উদীয়মান প্রতিভা করেছেন তিনটি গোল। রেখেছেন গোলের পিছনে সরাসরি অবদান। আই লিগের হেভিওয়েট দল চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে করেছিলেন জোড়া গোল। ফুটবল মহলে গুঞ্জন, অ্যালোসিয়াসকে সই করানোর জন্য মুখিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পাঁচটি দল।

আরও পড়ুন: I League : ফেডারেশনের সুমতি, পিছিয়ে দেওয়া হল ভরদুপুরের ম্যাচের সময়

তরুণ এই ফুটবলারের ক্লাব কেরিয়ার দীর্ঘ নয়। আগে খেলেছেন কেরালা ইউনাইটেডের হয়। পরে কিছু সময় ছিলেন ক্যালকাটা কাস্টমসে। সেখানেও গোল পেয়েছিলেন। এখন রাজস্থানের দলে। ক্রমে উঠছেন নিজের ফর্মের শিখরে ।