যেই জিতুক, ছাব্বিশের পর বাংলাদেশ সীমান্তে কাঁটাতার থাকবে না: জগন্নাথ

Jagannath Sarkar

Advertisements

ক্ষমতায় বিজেপি আসুক বা তৃণমূল থাকুক- ছাব্বিশের বিধানসভা ভোটের পর বদলে যাবে বাংলার মানচিত্র। থাকবে না বাংলাদেশের সঙ্গে কাঁটাতার। এক হয়ে যাবে দুই বাংলা। এমনই দাবি করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। কোনও গোপন বৈঠক বা ঘনিষ্ঠ মহে নয়, প্রকাশ্যেই এই মন্তব্য করেছেন পদ্মের দু’বারের সাংসদ।

   

শুক্রবার মাটিয়ারি বানপুরে এক সভায় হাজির ছিলেন জগন্নাথ সরকার। সেই সভায় অনেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই তালিকায় মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়ার মতো। বিজেপি নেতৃত্বের দাবি, শতাধিক ব্যক্তি পদ্মের পতাকাতলে এসেছেন। সেই মঞ্চে বক্তব্য রাখতে উঠে ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে বিস্ফোরক দাবি করেন রানাঘাটের গেরুয়া সাংসদ।

এ দিন জগন্নাথ সরকার বলেন যে ছাব্বিশের ভোটের পর বাংলাদেশ সীমান্ত বলে আর কিছু থাকবে না। বিজেপি জিতলেও থাকবে না। তৃণমূল জিতলেও একই ছবি দেখা যাবে। তবে পরিপ্রেক্ষিত আলাদা হবে। তিনি বলেন, ‘‘কথা দিচ্ছি, আমরা জিতলে বাংলাদেশ সীমান্ত রাখব না। আগের মতো যেমন এক ছিল, তেমন এক থাকবে।’’

Advertisements

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের স্বপ্ন অখণ্ড ভারত। সেই তালিকায় বাংলাদেশও রয়েছে। সংঘের মতাদর্শে চলা দলের সাংসদের মুখে এই ধরনের কথা অস্বাভাবিক নয়। কিন্তু তৃণমূল জিতলে কীভাবে সীমান্ত উঠে গিয়ে দুই বাংলা এক হবে? কোন অঙ্কে তা সম্ভব তাও বলেছেন জগন্নাথ সরকার। তাঁর মতে,, ‘‘’তৃণমূল ফের ক্ষমতায় এলে পশ্চিমববঙ্গ বাংলাদেশ হয়ে যাবে। সেক্ষেত্রেও আর কোনও সীমান্ত থাকবে না বা দরকার হবে না।‘’

দুই বাংলা এক হবে, এটা অনেকেরই স্বপ্ন। বিশেষ করে নদিয়ার সীমান্তবর্তী এলাকার শরণার্থীদের তো বড় স্বপ্ন। তাঁরা অত্যাচারিত হয়ে ভিটেমাটি ছেড়ে এসেছিলেন। তবে সেই দুর্বিসহ স্মৃতি আর মনে রাখতে চান না। সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তিও চান না। সেই বিষয়টিকেই উস্কে দিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার।