TMC vs ISF: পঞ্চায়েত ভোটের প্র্যাকটিস করতে মমতা ও ভাইজানের দলের সংঘর্ষ

ফের সংঘর্ষে জড়াল তৃণমূল ও আইএসএফ। জানা গিয়েছে, দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফের পারস্পরিক সংঘর্ষে অশান্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার দেগঙ্গা এলাকা। Advertisements ২০২৩…

ফের সংঘর্ষে জড়াল তৃণমূল ও আইএসএফ। জানা গিয়েছে, দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফের পারস্পরিক সংঘর্ষে অশান্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার দেগঙ্গা এলাকা।

Advertisements

২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন। তবে তার আগেই দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফের বিবাদে উত্তপ্ত দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকা। শাসক দোলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, শনিবার রাতে তাদের দেওয়াল জোড় করে দখল করে নেয় আইএসএফ কর্মীরা। পরে সেই দেওয়াল পুনর্দখল করে তৃণমূল। আর এই নিয়েই দু’ দলের কর্মী, সমর্থকদের মধ্যে বচসা বেঁধে যায়। পাল্টা অভিযোগ করে আইএসএফও।

বিজ্ঞাপন

এদিকে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে যায় দেগঙ্গা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল শিবিরকে কড়া ভাষায় নিশানা করেছে বিজেপি। তাদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকা বিরোধীশূন্য করতেই শাসকদলের এই চক্রান্ত।