রক্তাক্ত ভাঙড়, এক ইঞ্চি ছাড় হবে না হুমকি নওশাদের

মনোনয়ন থেকে শুরু করে গণনা, সন্ত্রাসের শিকার ভাঙড়। গোটা ভোট পর্বে মৃত্যুমিছিল ভাঙড়ে। গণনার দিন রাতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল‌। মুড়ি মুড়কির মতো বোমা পড়ে।…

মনোনয়ন থেকে শুরু করে গণনা, সন্ত্রাসের শিকার ভাঙড়। গোটা ভোট পর্বে মৃত্যুমিছিল ভাঙড়ে। গণনার দিন রাতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল‌। মুড়ি মুড়কির মতো বোমা পড়ে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তিনজনের।

গতকাল রাতে কাঠালিয়ার আশপাশের এলাকায় বোমাবাজি ,শুরু হয় গুলিবৃষ্টি। ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বাহিনী। গুলিবিদ্ধ হন অতিরিক্ত পুলিশ সুপার, আরেকজন পুলিশ কর্মী ও তার দেহরক্ষী। তাদের চিকিৎসা চলছে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

   

এখনও থমথমে ভাঙড়। শুরু হয়েছে নাকা তল্লাশি, উদ্ধার হয়েছে বোমা। কাশীপুর ও ভাঙড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

এই ঘটনায় নওশাদ সিদ্দিকি বলেছেন, “ব্যাপারটা বড়ো ষড়যন্ত্র। আধিকারিক প্রশাসন, তৃণমূলের গুন্ডা। আরাবুল ইসলাম তার বাহিনী নিয়ে ভিতরে ঢোকে। বাইরে আইএসএফ কর্মী সমর্থকদের ওপরে নির্বিচারে অত্যাচার করা হয়। গুলি বর্ষণ করা হয়। সত্য উদঘাটন করব, এর বিচার হবে আইনের মাধ্যমে বুঝে নেব। এক ইঞ্চি ছাড় হবে না।”