Sandeshkhali: আশঙ্কাই সত্যি হল! উত্তপ্ত সন্দেশখালিতে এবার রাষ্ট্রপতি শাসন?

ফের শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। এবার এই জায়গায় গিয়ে হাজির হলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা (Rekha Sharma) তিনি আজ সোমবার অভিযোগ করেছেন, সন্দেশখালিতে বিপুলসংখ্যক…

Sandeshkhali: আশঙ্কাই সত্যি হল! উত্তপ্ত সন্দেশখালিতে এবার রাষ্ট্রপতি শাসন?

ফের শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। এবার এই জায়গায় গিয়ে হাজির হলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা (Rekha Sharma) তিনি আজ সোমবার অভিযোগ করেছেন, সন্দেশখালিতে বিপুলসংখ্যক মহিলার কণ্ঠরোধ করছে পশ্চিমবঙ্গ সরকার।

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন (President Rule) জারি করা ছাড়া আর কোনও উপায় নেই। দিনের বেলায়, তিনি কমিশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন এবং বলেন যে সেখানকার মহিলাদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করার জন্য তার এই সফর ছিল যাতে তাদের মধ্যে অনেকেই বেরিয়ে আসে এবং তাদের মনের কথা বলতে শুরু করে।

তিনি বলেন, “তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেফতার করা হলে আমার বিশ্বাস আরও অনেক মহিলাই তাঁদের অভিযোগ নিয়ে এগিয়ে আসবেন। উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে শাহজাহান শেখ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে জোর করে জমি দখল ও যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন বহু মহিলা।”

Advertisements

গত ৫ জানুয়ারি রেশন কেলেঙ্কারিতে তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যাওয়া ইডি আধিকারিকদের উপর হামলা চালায় তাঁর সমর্থকরা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন আরও অভিযোগ করেছেন যে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার কেউই তাঁর সাথে দেখা করতে সেখানে উপস্থিত ছিলেন না। তিনি জানান, ‘প্রশাসন ও পুলিশ মহিলাদের অভিযোগ শুনছে না। মাত্র একজন মহিলা এগিয়ে এসে ম্যাজিস্ট্রেটের সামনে তার বক্তব্য রেকর্ড করেছেন। আমরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে চাই, তারপর নয়াদিল্লিতে বাংলার রাজ্যপাল ও পরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাই।’

জাতীয় মহিলা কমিশনের এই সফরকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে তৃণমূল (TMC)। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, জাতীয় মহিলা কমিশন বাংলা সফরে আসতে আগ্রহী। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে এমন তৎপরতা কখনও দেখা যায়নি।