বালুরঘাটের প্রার্থী হচ্ছেন আইপিএস, জেলাজুড়ে গুঞ্জন

লোকসভা নির্বাচনের প্রাক্কালে এবার তৃণমূলে যোগদিতে চলেছেন আইপিএস প্রসুন বন্দ্যোপাধ্যায় । এমনকি লোকসভা নির্বাচনেও তিনি প্রার্থী হতে পারেন বলেই সূত্রের খবর।  এই আইপিএস প্রসুন বন্দ্যোপাধ্যায়ের…

IPS Prasun Banerjee

লোকসভা নির্বাচনের প্রাক্কালে এবার তৃণমূলে যোগদিতে চলেছেন আইপিএস প্রসুন বন্দ্যোপাধ্যায় । এমনকি লোকসভা নির্বাচনেও তিনি প্রার্থী হতে পারেন বলেই সূত্রের খবর।  এই আইপিএস প্রসুন বন্দ্যোপাধ্যায়ের এখনও চাকরি জীবন পাঁচ বছর স্থায়ী আছে বলেই জানাযায় । তবে নিজের স্বইচ্ছায় চাকরি জীবন থেকে অবসর নিয়েই বালুরঘাটের প্রার্থী হচ্ছেন পুলিশ কর্তা প্রসূনবাবু। যদি তিনি বালুরঘাটের প্রার্থী হন তাহলে তার প্রতিদ্বন্দ্বী হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Advertisements

এই ঘটনা যদি ঘটে তাহলে বালুরঘাট ২০২৪ লোকসভা নির্বাচনে বিশেষ উল্লেখযোগ্য কেন্দ্রে পরিনত হবে বলেই মনে করা হচ্ছে । কারন দুই ব্যাক্তিই বালুরঘাটবাসীর কাছে পরিচিত মুখ। প্রসুনবাবুর পরিচয় তিনি একজন পুলিশ কর্তা অপরদিকে সাংসদ হিসাবে সামাজিক কাজ করেন সুকান্তবাবু। সুত্রানুসারে জানাযায় সম্প্রতি প্রসুনবাবু নবান্নে স্বেচ্ছাবসরের আবেদন জানিয়েছেন। এখন শুধুমাত্র অবসর বার্তা আসার অপেক্ষায়। সুতরাং প্রসুনবাবুকে লোকসভার প্রার্থী করতে পারে শাসকদল।

   

অন্যদিকে প্রসুনবাবুর মত স্বেচ্ছাবসর নিয়ে রাজনৈতিক ময়দানে নেমেছিলেন পু্লিশকর্তা হুমায়ান কবীর। তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে পশ্চিম মেদনিপুরের ডেবরার বিজেপি প্রার্থী ভারাতি ঘোষকে পরাজিত করেন সাথে মন্ত্রিত্ব লাভ করেন। তবে আইপিএস প্রসূনবাবু কর্মজীবনের বেশি সময় কাটিয়েছেন দুই দিনাজপুর এলাকায়। সেই কারনেই তিনি বিশেষ পরিচিত আর তার এই পরিচয়ের জন্যই বালুরঘাট আসনটি বিশেষ থেকে বিশেষতর হয়ে উঠেছে ।