বেঙ্গালুরুতে বিস্ফোরণের ৮ দিন পরে খুলল রামেশ্বরম ক্যাফে

ব্যাঙ্গালুরুতে বিস্ফোরণের পরে কেটে গিয়েছে এক সপ্তাহের বেশী সময়। অবশেষে শনিবার, ৯ই মার্চ খুলল কর্ণাটকের রামেশ্বরম ক্যাফে। প্রসঙ্গত ১ই মার্চ রামেশ্বরম ক্যাফেতে আইডি বিস্ফোরণ হয়েছিল।…

Rameshwaram-cafe

ব্যাঙ্গালুরুতে বিস্ফোরণের পরে কেটে গিয়েছে এক সপ্তাহের বেশী সময়। অবশেষে শনিবার, ৯ই মার্চ খুলল কর্ণাটকের রামেশ্বরম ক্যাফে। প্রসঙ্গত ১ই মার্চ রামেশ্বরম ক্যাফেতে আইডি বিস্ফোরণ হয়েছিল। ব্যাঙ্গালুরুতে হোয়াইট ফিল্ডে অবস্থিত এই ক্যাফের বিস্ফোরণে দশজন জখম হয়েছিল।

গত ৩মার্চ এই ঘটনার তদন্তভার এনআইএকে তুলে দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এই বিষয়ের সঙ্গে জড়িত প্রতিটা বিষয় খুঁটিয়ে দেখবে। সেইমতো তাঁরা তদন্তভার এগিয়ে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।শুধু তাই নয়, তাঁরা দশ লাখের পুরস্কার ঘোষণা করেছে। এনআইএ একটি ভিডিও প্রকাশ করেছে,যেখানে একটি টুপি পরা একজনকে দেখা গিয়েছে।তাকেই আপাতত সন্দেহভাজন বলে জানা গিয়েছে।

   

ক্যাফেতে স্বভাবতই নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত বিশেষ নিরাপত্তারক্ষীদের ক্যাফেতে নিযুক্ত করা হয়েছে। শনিবার ক্যাফে খোলার সময় উপস্থিত ছিলেন ক্যাফের মালিক রাঘবেন্দ্র রাও। গাওয়া হয় জাতীয় সঙ্গীতও। তিনি জানান, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই দিকে আমাদের নজর থাকবে।