Paschim Bardhaman: মাছ ধরতে গিয়ে ময়াল ধরে আতঙ্ক

মাছের বদলে জেলেদের মাছের জালে আটকে গেল এক বিশাল আকারের ময়াল সাপ। ময়াল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাঁকসার বামুনারা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে বন…

Paschim Bardhaman: মাছ ধরতে গিয়ে ময়াল ধরে আতঙ্ক

মাছের বদলে জেলেদের মাছের জালে আটকে গেল এক বিশাল আকারের ময়াল সাপ। ময়াল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাঁকসার বামুনারা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা পৌঁছে যান। ময়ালকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতর। স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে ময়ালটি লোকালয়ে ঢুকে পড়েছিল।

শুক্রবার কাঁকসার বামুনারা এলাকায় একটি জলাশয় থেকে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পরে একটি ময়াল সাপ। আনুমানিক ৫ থেকে ৬ ফুট দৈর্ঘ্য এই সাপটির ওজন চার কেজি ৫০০ গ্রাম। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর সামনে আসতেই ঘটনাস্থলে আশেপাশের মানুষের ভিড় জমে যায়। খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা এবং কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি৷ গ্রাম পঞ্চায়েত প্রধানের তৎপরতায় সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়

অন্যদিকে, মাছ ধরার জালে সাপ উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত জেলেরা। জল থেকে কয়েক হাত দূরে থাকা এখন তাদের কাছে ভাল মনে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৎস্য জীবীরা জালটি তোলার পর দেখতে পান, সেখানে বিশাল একটি সাপ আটকে রয়েছে। তখন তারা বন দফতরের কাছে খবর দেন। পরে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

Advertisements

বন কর্মীরা জানিয়েছেন, সুস্থ অবস্থাতেই সাপটিকে উদ্ধার করা গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে ওই সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। প্রসঙ্গত, অতীতে কাঁকসার বিভিন্ন এলাকা থেকে বিশালাকার ময়াল উদ্ধার হয়েছে। সেগুলিকে পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় একই ভাবে, পুকুরে মাছ ধরার সময় মাছের জালে উঠে আসে বিশালাকার ময়াল সাপ। কাঁকসা ও দুর্গাপুরে মাঝে মধ্যেই এই ধরনের বিশালাকার সাপ উদ্ধারের ঘটনা পূর্বেও ঘটেছে বলে বন দফতর সূত্রে জানা খবর।