চালকের সিটে ১৫ ফুটের বিশাল আজগর, এলাকাবাসীর চক্ষু চড়কগাছ

ট্রাক্টরে চালকের আসনে মানুষ নয় বরং গোল্লা পাকিয়ে বসে আছেন ১৫ ফুটের এক বিশাল অজগর! যা দেখে চক্ষু চড়কগাছ কর্মীদের। বৃহস্পতিবার বিকেলে নাগরাকাটার ক্যারন চা…

ট্রাক্টরে চালকের আসনে মানুষ নয় বরং গোল্লা পাকিয়ে বসে আছেন ১৫ ফুটের এক বিশাল অজগর! যা দেখে চক্ষু চড়কগাছ কর্মীদের। বৃহস্পতিবার বিকেলে নাগরাকাটার ক্যারন চা বাগানে এই সাপের দেখা মিলেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ক্যারনের ৪ নম্বর সেকশনে কাজ চলছিল। তার কিছুটা কাছেই রাখা ছিল কীটনাশক স্প্রে করার একটি ট্রাক্টর। চালক ছিলেন গাড়ির বাইরে। প্রথমে অজগরটি একটি বড় পাকুড় গাছ থেকে নেমে বাগানের নিকাশি নালায় ডেরা বাঁধে।

এর পরে ওই বিশাল সাপটি উঠে এসে বসে চালকের আসনে। স্টিয়ারিংকে ঘিরে গোল্লা পাকাতে শুরু করে। বিষয়টি নজরে পড়তেই শ্রমিকদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় বন দফতরে। চারিদিকে আতঙ্কের ছাপ।

কিছু ক্ষণের মধ্যে বন দফতরের মাধ্যমে খবর পেয়ে সেখানে পৌঁছান নাগরাকাটার সর্পপ্রেমী সৈয়দ নইম বাবুন। তিনি অজগরটিকে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেন। বন দফতর জানিয়েছে, উদ্ধার হওয়া অজগরটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির। বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে জানান, অজগরটিকে এদিনই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।