মালদা: ফের উত্তপ্ত ভারত-বাংলাদেশ সীমান্ত৷ চলল গুলি। তবে হতাহতের কোনও খবর নেই৷ জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ফের মালদহের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় বাংলাদেশীরা৷ তাদের আটকাতেই গুলি চলে৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়৷ বিএসএফ-কে লক্ষ্য করে রীতি মতো বাঁশ-লাঠি হাতে তেড়ে যায় অনুপ্রবেশকারীরা। তারা আক্রমণ করতেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে৷ বাধ্য হয়েই শূন্যে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী৷ (India-Bangladesh Border Tensions)
গভীর রাতে অনুপ্রবেশের চেষ্টা India-Bangladesh Border Tensions
বিএসএফ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে মালদহের কাছে ভারত-বাংলাদেশ সীমান্তের ভিড় জমায় অনুপ্রবেশকারীরা৷ সীমান্তের কাছে ভিড় দেখেই সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের। ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা তখন কম ছিল৷ ওখানে কী হচ্ছে, তা দোর জন্য এগিয়ে যান দুই সীমান্তরক্ষী। তাঁরা সামনে আসতেই চলে আক্রমণ৷ বিএসএফ-এর হাত থেকে বন্দুক কেড়ে নেওয়া চেষ্টা করে বাংলাদেশি দুষ্কৃতীরা। কিন্তু ওই দুই জওয়ানকে তারা কাবু করতে পারেনি৷ শুরু হয় ধ্বস্তাধ্বস্তি৷ অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালান দুই জওয়ান। ভয়ে লেজ গুটিয়ে পালায় তাঁরা৷ প্রাণে হাতে নিয়ে এলাকা ছাড়ে৷
ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তেও অশান্তি India-Bangladesh Border Tensions
মালদহের এই অংশটি এখনও অরক্ষিত৷ অস্থায়ী কাঁটাতার দিয়ে সীমান্ত ভাগ করা রয়েছে৷ আর এই অংশটিকেই এখন অনুপ্রবেশের পথ করে তুলেছে বাংলাদেশিরা৷
দিন কয়েক আগে ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় জওয়ানরা। ত্রিপুরার কালীশহর মাগুরোলি পঞ্চায়েত এলাকায় পানিসাগরের ৪৭ নম্বর পিলারের কাছে ভারতীয় জওয়ানদের উপর হামলা হয়৷ সেখানে উৎপাত করছিল বাংলাদেশি পাচারকারীরা৷ এরপর বিএসএফ জওয়ানরা অনুপ্রবেশকারীদের পিএমজি বন্দুক নিয়ে তাড়া করলে, প্রাণ ঙয়ে পালায় তারা।