মুখ্যমন্ত্রীকে মুখ করেই প্রচার সারছেন নির্দল প্রার্থী

পুরভোটে তৃণমূলের পেশ করা প্রার্থী তালিকার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে একাধিক তৃণমূল নেতা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু নির্দল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স নিয়ে…

পুরভোটে তৃণমূলের পেশ করা প্রার্থী তালিকার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে একাধিক তৃণমূল নেতা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু নির্দল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স নিয়ে প্রচার করছেন প্রার্থী। এমন চাঞ্চল্যকর ছবি দেখা গেল মুর্শিদাবাদে।

কান্দি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন গুরুপ্রসাদ মুখার্জী। মন্দির ফ্লেক্স নিয়ে প্রচারের বিষয়ে তিনি বলেন, এই ওয়ার্ডের মানুষ পরিবর্তন চায়। প্রাক্তন কাউন্সিলর দুর্নীতির সঙ্গে যুক্ত। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের আসল মুখ। বাংলার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী যা করেছেন সেই কথা মাথায় রেখেই নেত্রীর ছবি নিয়ে প্রচার করা হচ্ছে।

তিনি আরও জানান, নির্দল প্রার্থী হলেও তৃণমূল সুপ্রিমোর আদর্শেই বিশ্বাসী। আগামী দিনে সাধারণ মানুষের সহযোগিতায় কান্দি পুরসভার নম্বর ওয়ার্ডে যাবতীয় সমস্যার সমাধান করা হবে।

গুরুপ্রসাদ মুখার্জী পুরভোটে টিকিট না পেয়ে নির্দল হয়েছেন। স্থানীয় তৃণমূল নেতারা এই বিষয়টিকে নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। কান্দিতে তৃণমূলই জয় পাবে বলেই আশ্বাস শাসক দলের।