অটো-টোটোর দৌরাত্ম্যে রুখতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট

মুর্শিদাবাদ: শহর হোক বা গ্রাম৷ বর্তমানে অটো ও টোটোর দৌরাত্ম্যে নাজেহাল অবস্থা প্রায় সকলের৷ এদের জন্য রাস্তা পার হতে গেলে দাঁড়িয়ে থাকতে হয় বেশ কিছুক্ষণ৷…

bus

মুর্শিদাবাদ: শহর হোক বা গ্রাম৷ বর্তমানে অটো ও টোটোর দৌরাত্ম্যে নাজেহাল অবস্থা প্রায় সকলের৷ এদের জন্য রাস্তা পার হতে গেলে দাঁড়িয়ে থাকতে হয় বেশ কিছুক্ষণ৷ সেই সঙ্গে অনাহাসে গলি দিয়ে চলে টোটো-অটো৷ ফলে বাড়ছে দুর্ঘটনা৷ তাই এবার টোটো-অটোর দৌরাত্ম্যের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিলেন বেসরকারি বাস মালিক শ্রমিক সংগঠন৷

বেসকারি বাস মালিক শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে মুর্শিদাবাদ জেলাতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিলেন তাঁরা৷ তাঁদের এই সিদ্ধান্তে বেজায় চিন্তায় পড়েছে নিত্যযাত্রীরা৷ তাঁদের দাবি, সরকারি বাস সংখ্যায় কম৷ তাই বাধ্য হয়ে নির্ভর করতে হয় বেসরকারি বাসের উপর৷ কিন্তু এখন তাও যদি এখন বন্ধ হয়ে যায় তবে যাতায়াতে অসুবিধার আশঙ্কা করছেন যাত্রীরা৷

অন্যদিকে বেসরকারি বাস মালিক সংগঠনের দাবি, জেলাতে বিভিন্ন রাজ্যে ও জাতীয় সড়কের ওপরে বেআইনিভাবে অটো ও টোটোর দৌরাত্ম্য বেড়েই চলেছে৷ আর তাদের এই অবাধে চলাচল হচ্ছে পুরোটাই প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে৷ তাছাড়াও আরটিও-কে অগ্রাহ্য করে অবৈধভাবে টোটো ও অটো চলছে৷ যার কারণে এবার বাস মালিক শ্রমিক সংগঠনের সদস্যরা তারা এবার একত্রিত হয়ে আগামী ২২ জানুয়ারি সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাসের ধর্মঘটের ডাক দিয়েছেন৷