ED Raid: পলাতক ‘তৃণমূলের বাঘ’ ধরতে সন্দেশখালিতে ফের ইডি অভিযান

রেশন দুর্নীতির তদন্তে ফের সন্দেশখালিতে (ED Raid) ইডি অভিযান। তবে পলাতক ‘তৃণমূলের বাঘ’ শেখ শাহজাহানকে ধরতে পারা যাবে কিনা সে বিষয়ে সন্দিহান ইডি। প্রথম অভিযানে…

Sandeshkhali

রেশন দুর্নীতির তদন্তে ফের সন্দেশখালিতে (ED Raid) ইডি অভিযান। তবে পলাতক ‘তৃণমূলের বাঘ’ শেখ শাহজাহানকে ধরতে পারা যাবে কিনা সে বিষয়ে সন্দিহান ইডি। প্রথম অভিযানে ইডি মার খেয়েছিল। এবার আঁটঘাঁট বেঁধে দ্বিতীয় অভিযান। আছে আরও বেশি নিরাপত্তা রক্ষী।

উত্তর ২৪পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধক্ষ্য শেখ শাহজাহানের ঘরে চলছে অভিযান। এই বাড়িতে ঢুকতে গিয়ে ইডি অফিসার ও রক্ষী আগে  রক্তাক্ত হয়েছিলেন। অভিযোগ, শাহজাহানের নির্দেশে তার অনুগামী তৃণমূল সমর্থকরা হামলা চালিয়েছিল।

হামলার পর ১৯ দিন হয়েছেন এখনও অধরা শাহজাহান। গোপন ডেরা থেকে সে বার্তা দিয়েছে, আমি দোষী প্রমাণ হলে নিজেই নিজের মুন্ডু কাটব।

বুধবার তার বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ইডি। ন্যাজাট থানা থেকে মোতায়েন করা হয় পুলিশ।  শতাধিক জওয়ান নিয়ে ঢোকে ইডি। রেশন দুর্নীতির তদন্তে ধৃত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শেখ শাহজাহান।