HomeWest BengalRampurhat Files: ভাদু শেখের অনুগামীরা বোমা-পেট্রোল এনেছিল, তদন্ত চলছে

Rampurhat Files: ভাদু শেখের অনুগামীরা বোমা-পেট্রোল এনেছিল, তদন্ত চলছে

- Advertisement -

রামপুরহাটের বগটুই গ্রামের গণ হত্যার ঘটনা নিয়ে আবারও একবার বিস্ফোরক মন্তব্য করলেন প্রত্যক্ষদর্শীরা।

তাঁরা জানিয়েছেন, ‘খুনের রাতে পেট্রোল ও বোমা নিয়ে হামলা চালানো হয়েছিল। ২টি টোটো ও বাইকে আনা হয় বোমা ও পেট্রোল। আর এই হামলার নেপথ্যে রয়েছেন ভাদু শেখের অনুগামীরা।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে খবর, ২ প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করা হবে।

   

ইতিমধ্যে বগটুই পৌঁছেছে সিবিআই-এর দল। ক্ষতিগ্রস্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই বলে খবর। মিহিলাল ও শেখলাল শেখকে করা হচ্ছে এই জিজ্ঞাসাবাদ বলে খবর। প্রত্যক্ষদর্শী ও স্বজনহারা পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পরের দিন সকালে তাঁরা দেখেন ওই দুটি টোটো গ্রামে রাখা রয়েছে। অথচ এলাকার কোনও বাসিন্দার টোটো নয় সেটি। তাঁদের আরও দাবি, সেগুলি রানা শেখে ও মিলন শেখের টোটো। ইতিমধ্যে বগটুই হত্যাকাণ্ডে রানা শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বগটুই গ্রামে তাঁর মামার বাড়ি। সেই বাড়িতেই রাখা ছিল টোটো। কিন্তু বেপাত্তা হয়ে যায় রানা। পরে অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular