Voter ID: এবার জালে উঠল একগুচ্ছ ভোটার কার্ড

Voter card

পঞ্চায়েত ভোটের পর থেকে গোটা বাংলা জুড়ে উদ্ধার হয়েছে একের পর এক ব্যালট বক্স। ব্যালট বক্সের পর এবার মাছ ধরার জালে উঠলো ভোটার কার্ড। উত্তর ২৪ পরগণার গোপালনগরের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে। জাল থেকে উদ্ধার ১৮টি (Voter Id) ভোটার কার্ড।

Advertisements

এর আগে জাল ফেলে উদ্ধার হয়েছিল ব্যালট বক্স। এবার উদ্ধার একগুচ্ছ ভোটার কার্ড। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, মাছ ধরার জন্য যখন জাল ফেলা হয়, তখন নজরে আসে জালে উঠে এসেছে ভোটার কার্ড। তাদের দাবি, এগুলো রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। কারণ পঞ্চায়েত নির্বাচনের সময় ও বিভিন্ন জায়গায় ব্যালট বক্স উদ্ধার হয়েছে ছাপ্পা চলেছে।

সিপিআইএম নেতা হজরত আলী মোহাম্মদ জানিয়েছেন, আমার মনে হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তারপরে ফেলে দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই এই ঘটনা।

Advertisements

এর আগে ৩০ জুলাই উত্তর দিনাজপুরে মাছ ধরার জালে উদ্ধার হয়েছিল ব্যালট বক্স। মাছ ধরার জন্য স্থানীয় বাসিন্দারা জাল ফেলেছিল সেই জালেই উদ্ধার হয়েছিল ব্যালট বক্স। তার ঠিক তিনদিন পরে আজ ২ আগস্ট উত্তর ২৪ পরগণার গোপালনগরে ফের মাছ ধরার জালে উদ্ধার হল ভোটার কার্ড। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে গোটা রাজনৈতিক মহলে।