Nandigram: কুণালের সামনে ‘চোর চোর’ শুনে শুভেন্দুর মাথা গরম

অ্যাই কে বলল আমায় চোর…’ বলেই গাড়ি থেকে মাথা বের করে ভিড়ের দিকে তাকিয়ে থাকলেন বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের (Nandigram)  বিজেপি বিধায়ক (Suvendu Adhikari) শুভেন্দু…

অ্যাই কে বলল আমায় চোর…’ বলেই গাড়ি থেকে মাথা বের করে ভিড়ের দিকে তাকিয়ে থাকলেন বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের (Nandigram)  বিজেপি বিধায়ক (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। রাস্তার দুপাশ থেকে তখন স্লোগান আসছে ‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা’। সরাসরি শুভেন্দুর নাম নয় তবে তাঁর পিতা সাংসদ শিশির অধিকারীর নাম নিয়ে কটাক্ষ চলছে। দূরে দাঁড়িয়ে মুচকি হাসছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।

পঞ্চায়েত নির্বাচন শেষ প্রচারে নন্দীগ্রাম সরগরম। এদিনেই নন্দীগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে দুশো জনের বেশি যোগ দিয়েছেন। বারবার দলবদলের ধাক্কায় পূর্ব মেদিনীপুর জেলায় বিপর্যস্ত বিজেপি শিবির। এই জেলায় পুরভোটের মতো পঞ্চায়েতেও বিরোধী দলের বড় ধাক্কা লাগতে চলেছে বলে মনে করা হচ্ছে।

প্রচারে নন্দীগ্রামে নিজের এলাকায়তেই চোর চোর শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। তাঁর অবস্থা দেখে একটু দূরে দাঁড়ানো কুণাল ঘোষ মুচকি হাসতে থাকেন। তৃনমূল কংগ্রেসের পথ সভা থেকে মাইকিং করে বিরোধী দলনেতার নাম না নিয়ে তাকে লক্ষ্য করেই লাগাতার কটাক্ষ করা হতে থাকে।