Kakdwip: টাকা নিয়ে হাজার ভোটারের তৈরির অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত প্রধানের অস্বস্তি

Hundreds of Personal IDs Found in Pond: Aadhaar Card Leak Suspected in Purba Bardhaman

ভোটার কার্ড করিয়ে দিতে আর্থিক প্রতারণা অভিযোগ. মাথাপিছু ৩০ থেকে ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগ। টাকা দিয়েও মেলেনি ভোটার কার্ড। প্রতারণার অভিযোগ (Kakdwip) কাকদ্বীপের কয়েক হাজার মানুষের। অভিযুক্তদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। বিষয়টি জানার পর পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তবে পঞ্চায়েত প্রধানের দাবি, তিনি বিষয়টি জানেন না তাই খোঁজ নিয়ে স্থানীয়দের ভোটার কার্ড তৈরির ব্যবস্থা করবেন।

Advertisements

এক অভিযোগকারী জানিয়েছেন, ” আধার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড সবই রয়েছে শুধু আমাদের ভোট নেই তাই ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করতে পারি না। কত জায়গায় লোক বলে আমি তোমায় ভোটার করে দিচ্ছি তুমি আমায় ২০ থেকে ৩০ হাজার টাকা দাও”। পঞ্চায়েত প্রধান দীপ্তি দাস জানিয়েছেন, ” আমি তো নতুন তাই চেষ্টা করব যাতে প্রশাসনের কাছে গিয়ে এই বিষয়টি আলোচনা করা যায়। যেন প্রত্যেকটি মানুষের ভোটার কার্ড ঠিক ভাবে হয়। টাকা দিয়ে ভোটার কার্ড করছে, এটা একদমই আইনত নয়। আমি চেষ্টা করব আমার পঞ্চায়েতে যেন এই বিষয়টি না হয়। এ বিষয়ে আমি দলকে বলব”।

   
Advertisements

অন্যদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তৃণমূলকে নিশানা করে জানিয়েছেন, ” তৃণমূলের লোকেরা জানে যে আমরা যতদিন তৃণমূলে আছি এভাবেই করে খাব। পাথর, কয়লা, গরু, বাড়ি, মেয়ে, গাছ কাটা, ওষুধ, নকল টাকা। তার সঙ্গে এই ধরনের ভোটার কার্ড করতে হলে ৩০ হাজার টাকা লাগবে। এই বিষয়টি আমরা নিজস্ব ভাবে দেখব। গোটা বিষয়টি দেখব কাদের কাদের ভোটার লিস্টে নাম ওঠেনি তাদের”।