Asia Cup 2023 Finals: ফাইনালেও বৃষ্টি হলে কী হবে ম্যাচের ভাগ্য?

বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং শুভমান গিলের সেঞ্চুরি ছাড়া এশিয়া কাপে (Asia Cup) আর একটাই বিষয় উঠে এসেছে- বৃষ্টি। এশিয়া কাপ ২০২৩-এর প্রায় প্রতিটি ম্যাচেই, বিশেষ করে টুর্নামেন্টের শ্রীলংকা পর্বে বৃষ্টির কারণে বহুবার বিঘ্নিত হয়েছে ম্যাচ।

Asia Cup 2023 Finals

বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং শুভমান গিলের সেঞ্চুরি ছাড়া এশিয়া কাপে (Asia Cup) আর একটাই বিষয় উঠে এসেছে- বৃষ্টি। এশিয়া কাপ ২০২৩-এর প্রায় প্রতিটি ম্যাচেই, বিশেষ করে টুর্নামেন্টের শ্রীলংকা পর্বে বৃষ্টির কারণে বহুবার বিঘ্নিত হয়েছে ম্যাচ। রবিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের দিনেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ম্যাচ যাতে শেষ করা যায় সে ব্যাপারে প্রার্থনা করবেন ক্রিকেট প্রেমীরা।

জানা গিয়েছে, রবিবার ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। এদিন কলম্বোতে সকাল ১০টা, দুপুর ১টা, সন্ধ্যা ৬টা, রাত ৮টা এবং রাত ১০টায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টি হবে না বলে আশা করা হচ্ছে। ভক্তদের মধ্যে উদ্বেগ থাকা স্বাভাবিক। প্রশ্ন উঠছে, ফাইনাল ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে কী হবে?

টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তান ম্যাচের মতো এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপ ২০২৩ ফাইনাল ম্যাচের জন্য ১৮ সেপ্টেম্বর (সোমবার) রিজার্ভ ডে হিসাবে রেখেছে। যদি কোনো কারণে রবিবার খেলা সম্পূর্ণ করা সম্ভব না হয় তাহলে বাকি খেলা শুরু হবে পরের দিন, অর্থাৎ সোমবার। রিজার্ভ ডে-তেও যদি খেলা সম্ভব না হয়, তাহলে ভারত ও শ্রীলংকাকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হবে এবং উভয় দলই ট্রফি ভাগাভাগি করে নেবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ২০০২ সংস্করণটিও বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছিল । যার ফির ভারত ও শ্রীলঙ্কাকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।