আগামী ৪-৫ দিন কেমন থাকবে আবহাওয়া? জানালো IMD

বাংলা সহ দেশের বহু রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে তাপপ্রবাহ। কোথাও লাল সতর্কতা তো কোথাও কমলা সতর্কতা জারি করা হচ্ছে হাওয়া অফিসের তরফে। বৃষ্টি কবে হবে? এই…

বাংলা সহ দেশের বহু রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে তাপপ্রবাহ। কোথাও লাল সতর্কতা তো কোথাও কমলা সতর্কতা জারি করা হচ্ছে হাওয়া অফিসের তরফে। বৃষ্টি কবে হবে? এই নিয়ে সকলে প্রশ্ন তুলছেন। যদিও চলতি সপ্তাহের শেষের দিকে বাংলার আবহাওয়া বদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। এসবের মাঝেই ফের একবার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আইএমডি (IMD)।

আইএমডির বিজ্ঞানী সোমা সেন জানান, “বহু জায়গায় তাপপ্রবাহ আরও তীব্র এবং আরও তীব্র হতে পারে। বর্তমান পরিস্থিতিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চারদিন, ওড়িশায় ৩ দিন এবং বিহারে ৩ দিনের জন্য তাপপ্রবাহ সম্পর্কিত লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়খণ্ডের জন্য আমরা অরেঞ্জ বা হলুদ অ্যালার্ট জারি করেছি। আমরা আগামী ৪-৫ দিনের মধ্যে তেলেঙ্গানা, অভ্যন্তরীণ কর্ণাটক এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের জন্য অরেঞ্জ সতর্কতা জারি করছি।”

   

এদিকে শহর কলকাতাতে যেন গরম থামারই নাম নিচ্ছে না। বিগত কয়েকদিন ধরে ৪০ ডিগ্রির ওপরেই কলকাতার আবহাওয়া বিরাজ করছে। ১৯৯৮ থেকে ২০২৪ সালের এপ্রিল, ২০০৯ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। সেইসময়ে গরমের স্থায়ীত্ব থাকত আট দিন। তবে এবারে গরম অতীতের সব রেকর্ড ভেঙে দিল কলকাতা সহ বাংলার বহু জেলা।