Mamata Banerjee: প্রথম দুই দফায় কটি আসন পাবে বিজেপি? জানিয়ে দিলেন মমতা

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রথম দুই দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের ৬টি আসনে (কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, শিলিগুড়ি, বালুরঘাট) ভোট হয়ে গিয়েছে।…

Mamata-Banerjee

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রথম দুই দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের ৬টি আসনে (কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, শিলিগুড়ি, বালুরঘাট) ভোট হয়ে গিয়েছে। বিজেপি-তৃণমূল দু’পক্ষই ভালো ফলের দাবি করেছে। কিন্তু এই ৬টি আসনের মধ্যে ঠিক কটি আসন বিজেপি পাবে, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গিপুরের সভা থেকে মমতা বলেন, প্রথম দু’দফাতেই ওরা এপাশ-ওপাশ-ধপাস। বাকি পাঁচ দফার কথা ভেবে ভয় পাচ্ছে।

বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে মুর্শিদাবাদের জঙ্গিপুরের সভা থেকে ফের একবার সরব হন তৃণমূল সুপ্রিমো। মমতার কথায়, বিজেপিকে একটি ভোটও দেবেন না। ওরা সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝে না। আবাস যোজনার টাকা আটকে রেখেছে। ১০০ দিনের টাকা দিচ্ছে না। বলে বেড়াচ্ছে, ওরা নাকি দু’বছর ধরে বিনামূল্যে রেশন দিচ্ছে। আমি বলছি, কেন্দ্রীয় সরকার একটা টাকাও দেয়নি। আমরা ৩২০০০ কোটি টাকা খরচ করে বিনামূল্যে রেশন দিচ্ছি।

   

প্রথম দু’দফার ভোট দেখেই বিজেপি ভয় পেয়ে গিয়েছে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কটাক্ষ, প্রথম দু’দফাতেই ওরা এপাশ-ওপাশ-ধপাস। বাকি পাঁচ দফার কথা ভেবে ভয় পাচ্ছে। দিল্লি থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে মুম্বই, মুম্বই থেকে বিহার, বিহার থেকে কেরল, কেরল থেকে বাংলা, সব জায়গায় ওরা মুখ থুবড়ে পড়বে। বিজেপিকে দেশ থেকে বিদায় করুন। ওদের একটাই মুখ – নরেন্দ্র মোদী। তিনি আবার নিজের প্রচার ছাড়া কিছুই বোঝেন না।

এসএসসি-র প্যানেল বাতিল ইস্যুতেও এদিন সুর চড়ান মমতা। তৃণমূল সুপ্রিমোর কথায়, ২৬০০০ ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল। কী উল্লাস ওদের চাকরি খেয়ে। এত ছেলেমেয়ে চাকরি পেয়েছে, সামান্য কিছু ভুল হতেই পারে। আমরা ভুল শুধরে নিতাম। একসঙ্গে এত ছেলেমেয়ের চাকরি খাওয়া যায় না। দুর্নীতি ইস্যুতেও বিজেপিকে আক্রমণ করেন মমতা। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির কথা তো সবাই জানেন। কারোর শাস্তি হয়েছে?

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই নজিরবিহীন রায়ের ফলে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। একই সঙ্গে আদালত জানিয়েছে, এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে ১২ শতাংশ। যদিও এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য।